Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা উত্তর কোরিয়ার

| প্রকাশের সময় : ৯ জুন, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : এবার উত্তর কোরিয়া কয়েকটি জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। গত বৃহস্পতিবার সকালে ওনসান শহরে স্বল্পপাল্লার এসব ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয় বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফের কার্যালয় এক বিবৃতিতে বলেছে, ভূমি থেকে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রগুলো প্রায় ২০০ কিলোমিটার উড়ে গিয়ে সাগরে পড়েছে। এর আগে ২৯ মে উত্তর কোরিয়া সর্বশেষ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছিল। সেটি ছিল স্কাড ঘরানার দূরপাল্লার ক্ষেপণাস্ত্র। উত্তর কোরিয়ার ঘনিষ্ঠ মিত্র চীন জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর এখনো প্রতিক্রিয়া জানায়নি। বিশেষজ্ঞরা জানিয়েছেন, ভূমি থেকে নিক্ষেপণযোগ্য জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্রগুলো দূর নিয়ন্ত্রিত এবং এগুলো পানিতে যেয়ে আঘাত হানে। এর আগে উত্তর কোরিয়া জাহাজ বিধ্বংসী দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছিল। তবে তা সফল হয়নি। উত্তর কোরিয়া এমন সময় এ পরীক্ষা চালালো যখন জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ক্ষেপণাস্ত্র পরীক্ষার জের ধরে মাত্র এক সপ্তাহ আগে দেশটির ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে। তবে উত্তর কোরিয়া সাফ জানিয়েছে, কোনো চাপই তাদেরকে পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র পরীক্ষা কার্যক্রম থেকে দূরে রাখতে পারবে না। রয়টার্স।



 

Show all comments
  • ৯ জুন, ২০১৭, ১০:১৯ পিএম says : 0
    জাতিসংঘ এখন শয়তানি কার্যক্রম নিয়েই ব্যাস্ত
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ