মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : বিতর্কিত মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা থাড’র বাকি অংশ মোতায়েন স্থগিত রাখার ঘোষণা দিয়েছে দক্ষিণ কোরিয়া। এই ব্যবস্থা মোতায়েনের ফলে পরিবেশের কোনো ক্ষতি হবে কিনা সে সংক্রান্ত মূল্যায়ন রিপোর্ট পাওয়ার পর এ ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে বলে সিউল জানিয়েছে। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইন তার দেশের পরিবেশের ওপর থাডের সম্ভাব্য ক্ষতিকারক প্রভাব খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন। প্রেসিডেন্টের দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, এ সংক্রান্ত মূল্যায়ন প্রতিবেদন পেতে বছরখানেক সময় লেগে যেতে পারে। প্রেসিডেন্টের দপ্তরের একজন পদস্থ কর্মকর্তা বলেছেন, পরিবেশের ওপর থাডের প্রভাব মূল্যায়ন না করে জরুরি ভিত্তিতে এটি মোতায়েনের প্রয়োজনীয়তা দেখছে না সিউল। একইসঙ্গে তিনি বলেন, এরইমধ্যে মোতায়েন করা থাডের দু’টি লাঞ্চার সরিয়ে ফেলারও কোনো পরিকল্পনা সরকারের হাতে নেই। তবে নতুন করে এটির আর কোনো অংশ মোতায়েন করা হচ্ছে না বলে নিশ্চিত করেন। উত্তর কোরিয়ার পক্ষ থেকে সম্ভাব্য হুমকি মোকাবিলার উদ্দেশ্যে গত বছর তৎকালীন প্রেসিডেন্ট পার্ক গিউন-হাই এই মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছিলেন। পরবর্তীতে সংসদে অভিশংসন ও উচ্চ আদালতের নির্দেশে ক্ষমতা হারান পার্ক। এরপর গত মার্চ মাসে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় থাকার সময় থাডের প্রথম চালান দক্ষিণ কোরিয়ায় পৌঁছায়। তবে নবনির্বাচিত প্রেসিডেন্ট মুন জায়ে-ইন এই ব্যবস্থার অবশিষ্ট অংশ মোতায়েনের আগে পরিবেশের ওপর এটির প্রভাব খতিয়ে দেখার নির্দেশ দিলেন। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।