Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ পাওয়া গেল আন্দামানে

| প্রকাশের সময় : ৯ জুন, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : শতাধিক আরোহী নিয়ে নিখোঁজ হওয়া মিয়ানমারের সামরিক বিমানের ধ্বংসাবশেষের সন্ধান পাওয়া গেছে। গত বুধবার আন্দামান সাগরে বিমানটির কয়েকটি টুকরো পাওয়া গেছে। এনডিটিভি অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে। গত বুধবার দুপুরে কন্ট্রোল রুম থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর থেকে নিখোঁজ বিমানটির সন্ধান শুরু করে সামরিক বাহিনীর বিমান ও উড়োজাহাজ। বিমানটিতে ১১৬ আরোহী ছিলেন। এর মধ্যে ১০৫ জন যাত্রী এবং ১১ জন ক্রু। যাত্রীদের মধ্যে বেশ কয়েকজন শিশু রয়েছে। বুধবার মায়েইক থেকে ইয়াঙ্গুনে যাওয়ার পথে দাওয়ে শহরের ২০ কিলোমিটার পশ্চিমে থাকা অবস্থায় বিমানটি নিখোঁজ হয়। মাইয়েক শহরের এক পর্যটন কর্মকর্তা নাইং লিন জ জানিয়েছেন, দাওয়ে শহর থেকে ১৩৬ কিলোমিটার দূরে আন্দামান সাগরে বিমানের কয়েকটি টুকরো পাওয়া গেছে। বিমান বাহিনী সূত্রও এ তথ্য নিশ্চিত করেছে। মিয়ানমারের সেনাপ্রধানের কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছেন, গত বুধবার দুপুর ১টা ৩৫ মিনিটে যোগাযোগ বিচ্ছিন্ন হয় বিমানটি। এ বিমানের যাত্রীরা সেনা ও তাদের পরিবারের সদস্য। তবে বিমানে যাত্রীসংখ্যা নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ