মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) প্রধান পদে আইনজীবী ক্রিস্টোফার এ. রে-কে মনোনীত করা হচ্ছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ক্রিস্টোফার রে আগে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের অপরাধ শাখার সহকারী অ্যাটর্নি জেনারেল ছিলেন। জর্জ ডবিøউ বুশের সময়ে ২০০৩-২০০৫ সাল পর্যন্ত সহকারী অ্যাটর্নি হিসাবে দায়িত্ব পালন করেন তিনি। গত বুধবার সকালে এক টুইট বার্তায় ট্রাম্প বলেন, এফবিআই-এর নতুন প্রধান হিসেবে আমি অনবদ্য কৃতিত্বের অধিকারী ক্রিস্টোফার এ. রে-কে মনোনীত করব। এ ব্যাপারে পরে আরও জানানো হবে। সিনেট থেকে অনুমোদনের পরই ক্রিস্টোফারের নিয়োগ চূড়ান্ত হবে। ইয়েল ল স্কুল থেকে গ্র্যাজুয়েশন করা ক্রিস্টোফার রে বর্তমানে ওয়াশিংটন এবং আটলান্টায় কিং এন্ড স্প্যালডিং ল ফার্মে কাজ করছেন। নিউ জার্সির গভর্নর ও ট্রাম্পের মিত্র ক্রিস ক্রিস্টিনের প্রতিনিধিত্বকারী একজন আইনজীবীও ছিলেন তিনি। গত মাসে হিলারি ক্লিনটনের ই-মেইল তদন্তে ভুল তথ্য দেয়ার অভিযোগে ট্রাম্প এফবিআই পরিচালক জেমস কোমিকে বরখাস্ত করলে এ শীর্ষ পদটি ফাঁকা হয়। ওয়েবসাইট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।