Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রোযাদারদের জন্য করাচির রাস্তার পাশে সাজানো থাকে ইফতার সামগ্রী

| প্রকাশের সময় : ৮ জুন, ২০১৭, ১২:০০ এএম


ইনকিলাব ডেস্ক : মানুষ যে কোন নেক কাজ করলে তার সওয়াব পাওয়া যায় এক থেকে দশ গুণ পর্যন্ত। তবে সেই নেক কাজ রমজান মাসে করলে তার সওয়াব ৭০ থেকে সাতশ’ গুণ পর্যন্ত পাওয়া যায়। রমজান মাসে একটি নফল অন্য মাসের একটি ফরজের সমান আর এ মাসের একটি ফরজ অন্য মাসের ৭০টি ফরজের সমান। তাই মানুষ এ মাসে বেশি বেশি
নেক কাজ করে তার নেকির পাল্লা ভারী করে নেবার চেষ্টা করে থাকেন। আল্লাহর নবী মুহাম্মাদুর রসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দান খয়রাত করতেন প্রচুর পরিমাণে। আর রমজনের শেষ দশক এসে গেলে তার দান ঝড়ের গতি পেত। পৃথিবী জুড়ে মানুষ রোযা পালন করছে, একই সাথে যাকাতসহ বিভিন্ন ধরনের দান-খয়রাত করে চলেছেন। যে যেভাবে পারছেন তার সওয়াব বাড়িয়ে নেবার চেষ্টা করছেন। রমজান মাসে বিশেষ করে রোযাদারদের ইফতার করালে রোযাদারদের সমান সওয়াব অর্জিত হয়। তবে রোযাদারের সওয়াব কমে না। তাই রোযাদারদের ইফতার করিয়ে মানুষ তার সওয়াবের ভান্ডার সমৃদ্ধ করার চেষ্টা করেন। চলতি রমজানে দেখা গেল, করাচীর রাস্তার পাশে টেবিলে ইফতারসামগ্রী সাজিয়ে রাখা হয়েছে যাতে পথচলতি রোযাদারগণ তা নিয়ে ইফতার করতে পারেন। এটা অনুকরণীয় একটি দৃষ্টান্ত। আল্লাহ আমাদের এ পদ্ধতিতে জনসেবা করে সওয়াবের ভান্ডার সমৃদ্ধ করার তওফিক দান করুন। আমীন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ