Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ক‚টনৈতিক মীমাংসা চায় কাতার

| প্রকাশের সময় : ৮ জুন, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : সহযোগী আরব দেশগুলোর সঙ্গে বিরোধ নিষ্পত্তির জন্য কাতার জোরদার ক‚টনৈতিক প্রচো নিতে চায়। সন্ত্রাসে মদদ দেওয়ার অভিযোগে ক‚টনৈতিক সম্পর্ক ছিন্ন করার পর সউদি আরব, সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ও একাধিক প্রতিবেশী দেশ ইতিমধ্যে কাতারের সঙ্গে বিমান যোগাযোগ বন্ধ করে দিয়েছে। এদিকে এই বিরোধের বাইরে থাকা একই অঞ্চলের দেশ কুয়েত সংকট নিরসনে মধ্যস্থ’তাকারী হিসেবে সংলাপ আয়োজনের
পস্তাব দিয়েছে। জবাবে কাতার বলেছে, তারা এ ধরনের পস্তাব গ্রহণ করতে আগ্রহী। এক সাক্ষাৎকারে কাতারি পরর্রামন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুলরহমান আল-থানি বলেন, কুয়েতের আমিরের গতকাল মঙ্গলবারই সউদি আরবে গিয়ে দেশটির বাদশাহ্র সঙ্গে আলোচনা করার কথা। কাতার উদারতা ও সততার সংলাপ চাইছে। আল-জাজিরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ