Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মধ্য প্রদেশে কৃষক বিক্ষোভে পুলিশের গুলিতে নিহত ৫

| প্রকাশের সময় : ৮ জুন, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ফসলের ন্যায্য দাম নির্ধারণ ও ঋণ মওকুফের দাবিতে ভারতের মধ্য প্রদেশে কৃষকদের বিক্ষোভে পুলিশের গুলিতে পাঁচ কৃষক নিহত হয়েছেন। এ সময় আহত হন আরো ১২জন। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। গত মঙ্গলবার মন্দসর জেলায় কৃষকরা বিক্ষোভ করলে এই ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে কংগ্রেসের ডাকে বুধবার রাজ্যে বন্ধ চলছে। গুলিতে কৃষক নিহতের ঘটনায় মন্দসর ও পিপলিয়ামান্দি জেলায় কারফিউ জারি করা হয়েছে। কোথাও কোথাও ইন্টারনেট সেবা বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে বলে এক প্রতিবেদনে বলা হয়। বিক্ষোভে আহত অবস্থায় হাসপাতালের বিছানায় শুয়ে মুরলি শর্মা নামের এক কৃষক বলেন, আমি দেখেছি, পুলিশের সদস্যরা কৃষকদের আন্দোলনে গুলি ছুড়তে ছুড়তে এগিয়ে আসছে। তিনি বলেন, পুলিশের লাঠিপেটায় তিনি রক্তাক্ত হয়ে মাটিতে পড়ে গেলেও পুলিশ থামেনি। ভোপালে বিজেপির রাজ্য প্রধান নন্দকুমার সিং চৌহান বলেন, আমি যত দূর জানি, প্রশাসনই কৃষকদের ওপর গুলি চালিয়েছে। এ প্রসঙ্গে মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেন, যারা কৃষক আন্দোলনের নামে বিশৃঙ্খলার সৃষ্টি করেছে তারা কেউ কৃষক নন। এ ঘটনায় বিচারিক তদন্ত করা হবে। তিনি নিহত কৃষকদের পরিবার প্রতি এক কোটি রুপি ও আহতদের পরিবার প্রতি পাঁচ লাখ রুপি ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দিয়েছেন।টাইমস অব ইন্ডিয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ