নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস রিপোর্টার : হারলেই বেজে যাবে বিদায় ঘন্টা। এমন সমীকরণ মাথায় নিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে মাঠে নামে বাংলাদেশ। টাইগার ব্যাটসম্যানদের হতাশ করা পারফরম্যান্সের পর অস্ট্রেলিয়া দলের ব্যাটসম্যানদের দৃঢ়তায় যখন জয়ের পথে অজিরা ঠিক তখন অজিদের জয়ের পথে বাধা হয়ে দাঁড়িয়ে আসরে বাংলাদেশের টিকিয়ে রাখার পথ করে দিল বৃষ্টি!
ভারী বর্ষণে পয়েন্ট ভাগাভাগির ফলে আসরে টিকে থাকার পাশাপাশি চলমান চ্যাম্পিয়ন্স ট্রফির সেমি-ফাইনালে বাংলাদেশের খেলার সম্ভাবনাও জেগে ওঠেছে। তবে এজন্য অবশ্য বাংলাদেশকে নিজেদের শেষ ম্যাচের পাশাপাশি অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ও নিউজিল্যান্ড-ইংল্যান্ড ম্যাচের দিকে তাঁকিয়ে থাকতে হচ্ছে। টুর্নামেন্ট টিকে থাকতে ৯ তারিখ কার্ডিফে নিউজিল্যান্ডকে টাইগারদের হারাতেই হবে। অন্যদিকে ইংল্যান্ড যেন পরের দুই ম্যাচে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডকে হারায় এমন কামনা করতে হবে। আপাতত সেমি ফাইনালে উঠার টাইগারদের জন্য সহজ সমীকরণ এটি।
২০১৫ বিশ্বকাপেও বৃষ্টির কারণে ভেস্তে গেছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ। সেই ম্যাচের এক পয়েন্ট টাইগারদের কোয়ার্টার ফাইনালে পৌঁছাতে সাহায্য করেছিল। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সেই ম্যাচের কথা মনে করে বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বলেন, ‘আমার মনে আছে, ২০১৫ বিশ্বকাপে আমরা অস্ট্রেলিয়ার থেকে এক পয়েন্ট পেয়েছিলাম। যেটা আমাদের পরবর্তি পর্বে পৌঁছাতে সাহায্য করেছিল। এবার আমাদের সামনে সরাসরি সুযোগ যদিও আমাদের নিউজিল্যান্ডকে হারাতে হবে। আমাদের প্রধান লক্ষ্য শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে সেরাটা দেয়া, বাকিটা বলা যায় না!’
এদিকে ম্যাচে অস্ট্রেলিয়ার নিয়ন্ত্রন ছিল, সেটা স্বীকার করেন বাংলাদেশ অধিনায়ক, ‘আপনি যদি আজকের ম্যাচের দিকে তাকান, তাহলে আমি মনে করি অস্ট্রেলিয়া আমাদের থেকে অনেক এগিয়ে ছিল। অন্যদিকে নিউজিল্যান্ডের সাথে আবার অস্ট্রেলিয়া আমাদের জায়গায় ছিল। আপনি আবহাওয়া নিয়ে কিছু করতে পারবেন না। দুই দলেই এখন একই অবস্থানে আছে। অস্ট্রেলিয়াকে শেষ ম্যাচে ইংল্যান্ডকে হারাতে হবে। অন্যদিকে আমাদের সামনে এগুতে হলে নিউজিল্যান্ডকে হারাতে হবে।’
বর্তমানে গ্রæপ ‘এ’ তে থাকা দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি পয়েন্ট স্বাগতিক ইংল্যান্ডের। বাংলাদেশের বিপক্ষে পাওয়া একমাত্র জয়ের সুবাধে ২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে অবস্থান দলটির। অন্যদিকে, বাকী তিনটি দল যথাক্রমে বাংলাদেশ, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের ঝুঁলিতে সংগ্রহ সমান ১ পয়েন্ট। যারফলে, চ্যাম্পিয়ন্স ট্রফির সেমি-ফাইনালে যাওয়ার সম্ভাবনা রয়েছে গ্রæপের চারটি দলেরই। মাশরাফিদের সামনেও সেমি-ফাইনালের দুয়ারে পাঁ রাখার সুবর্ণ সুযোগ থাকছে। সেক্ষেত্রে, বাংলাদেশকে অবশ্যই নিজেদের শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে হারাতেহ বে আর নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচে হেরে যায় তাহলেই স্বপ্ন পূরণ হবে মাশরাফিদের। সেক্ষেত্রে, প্রথমবারের মত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমি-ফাইনালে খেলতে দেখা যাবে বাংলাদেশকে।
পরিত্যক্ত হবার কারণে এক পয়েন্ট করে পেয়েছে দুই দল। যার ফলে টুর্নামেন্টে এখনো টিকে আছে বাংলাদেশ। টাইগাররা ভাগ্যবান বলায় যায়। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক মাশরাফির কন্ঠে এই এক পয়েন্টের গুরুত্বের কথা প্রকাশ পেলো।
মাশরাফির মতে অস্ট্রেলিয়া অনেক দুর্ভাগা। ম্যাচশেষে সংবাদ সম্মেলনে টাইগার অধিনায়ক বলেন, ‘যেমনটা আমি আগেও বলেছি, অস্ট্রেলিয়া অনেক দুর্ভাগা। অন্যদিকে আমরা অনেক ভাগ্যবান যে এক পয়েন্ট পেয়েছে। আমাদের এই পয়েন্টটি ঠিকমতো কাজে লাগাতে হবে। যদিও আমরা এখনো জানি না, নিউজিল্যান্ডের সাথে আমরা জিতলেই সেমি ফাইনালে যাবো তারপরেও এই পয়েন্টটি আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আমি মনে করি, যেখানে ম্যাচটি অস্ট্রেলিয়ার হাতে ছিল সেখানে উল্টা আমরা এক পয়েন্ট পেয়েছি।’ মাশরাফি যোগ করেন, ‘খেলা যদি ২০ ওভার পর্যন্ত হতো আর তারা যদি একটি রানও না করতো তারপরেও তারা জিততো। অবশ্যই আমরা অনেক ভাগ্যবান। সত্যি বলতে আমরা এই এক পয়েন্ট পেয়ে অনেক খুশি।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।