Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাংলাদেশকে সেমিতে দেখছেন ফ্লেমিংও

| প্রকাশের সময় : ৭ জুন, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : চলমান আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি মোটেও ভালো যাচ্ছে না বাংলাদেশের। প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে হারার পর অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ম্যাচেও হারের দোরগোড়ায় পৌঁছে গিয়েছিল টাইগাররা। ওভালে ক্রমাগত বৃষ্টি ঝরতে থাকায় নিশ্চিত হার এড়ানোর সুযোগ পায় বাংলাদেশ। তবে বাংলাদেশের হতাশাজনক পারফরমেন্স বিচার করেই সাবেক নিউজিল্যান্ড অধিনায়ক স্টিফেন ফ্লেমিং মনে করছেন, পরের রাউন্ডে তথা সেমিফাইনালে যেতে পারে বাংলাদেশ। ফ্লেমিং বলেন, ‘অবশ্যই বাংলাদেশ যেতে পারে। তারা তাদের সামর্থ্য দেখিয়েছে এবং এজন্যই তারা আইসিসি র‌্যাংকিংয়ের ছয়ে উত্থিত হয়েছে। দুই-তিন বছর আগে তারা যেকোনো টুর্নামেন্টে একটি ম্যাচে ভালো করত এবং বাকি ম্যাচগুলোতে যাচ্ছেতাই খেলত। কিন্তু এখন তারা সেই দুঃসময় পেছনে ফেলে এসেছে।’
চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে নিউজিল্যান্ডের। সেমিফাইনালে যেতে হলে ঐ ম্যাচে টাইগারদের জয়ের কোনো বিকল্প তো নেই-ই, সেই সাথে অপেক্ষা করতে হবে অনেক হিসেবনিকেশেরও। যদিও গত বিশ্বকাপের সময় থেকেই নিউজিল্যান্ড দল আছে ফর্মের তুঙ্গে। তবে ফ্লেমিং মনে করছেন, তার দেশ নিউজিল্যান্ডকে হারানোর সক্ষমতা বাংলাদেশের আছে, সেই সাথে আছে সেমিফাইনালে খেলার সুযোগও, ‘কোথায় কোথায় উন্নতি করতে হবে এটা আমার চেয়ে তারা ভালো জানে। তাদের তিন দিনের বিরতি আছে এবং শেষ ম্যাচে তাদের একটি সুযোগও রয়েছে।’



 

Show all comments
  • MD.WASIUL GONI LAJUK ৭ জুন, ২০১৭, ১:২৩ পিএম says : 0
    Dekha Jak Ki Ase Bangladesher Vagge.JOY GURU
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ