Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহিলা হকি দল গঠনের উদ্যোগ

| প্রকাশের সময় : ৭ জুন, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : জাতীয় মহিলা হকি দল গঠনের লক্ষ্যে খেলোয়াড়দের প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে জাতীয় ক্রীড়া পরিদপ্তর। তারা প্রতিভাবান নারী খেলোয়াড় বাছাই করে আবাসিক প্রশিক্ষণ ক্যাম্পের আয়োজন করেছে। আজ মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে শুরু হচ্ছে এই আবাসিক প্রশিক্ষণ ক্যাম্প। সারাদেশ থেকে বাছাইকৃত ৪৫ জন নারী খেলোয়াড় এই ক্যাম্পে অংশ নিচ্ছেন। দশ দিনব্যাপী ক্যাম্পের উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. আসাদুল ইসলাম। মহিলা হকি দলের প্রশিক্ষণ ক্যাম্পে প্রধান কোচের দায়িত্ব পালন করবেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত সাবেক হকি খেলোয়াড় হোসেন ইমাম চৌধুরী শান্টা। তার সহকারী হিসেবে থাকবেন আজিজ উল্লাহ হায়দার ও হেদায়েতুল ইসলাম রাজিব। ক্যাম্পের সার্বিক তত্ত¡াবধানে থাকছেন ক্রীড়া পরিদপ্তরের সহকারী পরিচালক ও সাবেক হকি খেলোয়াড় মো. তারিকউজ্জামান নান্নু। তৃণমূল পর্যায়ে হকির উন্নয়নের জন্য প্রতিটি জেলায় হকি প্রশিক্ষণের আয়োজন করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনস্থ ক্রীড়া পরিদপ্তর। সেই প্রশিক্ষণ ক্যাম্পে যারা অংশ নিয়েছিলেন তাদের মধ্যে থেকে বাছাইকৃতদের নিয়ে অনুষ্ঠিত হচ্ছে এই আবাসিক ক্যাম্প।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ