Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হাসপাতালে বাদল রায়

| প্রকাশের সময় : ৭ জুন, ২০১৭, ১২:০০ এএম


স্পোর্টস রিপোর্টার : জাতীয় ফুটবল দলের সাবেক তারকা ফুটবলার, বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সহ-সভাপতি এবং ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের সাবেক পরিচালক বাদল রায় গুরুতর অসুস্থ হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার পারিবারিক সুত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাত ৩টার দিকে রাজধানীর ওয়ারিস্থ নিজ বাসভবনে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বাদল রায়। সঙ্গে সঙ্গে তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানকার আইসিইউতে রাখা হয়েছে সাবেক এই তারকা ফুটবলারকে। চিকিৎসকেরা জানান, বাদল রায়ের মস্তিস্কে মৃদু রক্তক্ষরণ হয়েছে। তার জ্ঞান থাকলেও শরীরের বাঁম দিকের কিছুটা অবশ রয়েছে।
বাদল রায়ের সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার পরিবারের সদস্যরা। এছাড়া বাফুফে, বিওএ, মোহামেডান স্পোর্টিং ক্লাব, আরামবাগ ক্রীড়া সংঘ, ব্রাদার্স ইউনিয়ন, ভিক্টোরিয়া এসসি, সোনালী অতীত ক্লাব, বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস কমিউনিটি, বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি ও বাংলাদেশ ক্রীড়া সাংবাদিক সংস্থাসহ বিভিন্ন সংগঠন ও সংগঠকরা বাদল রায়ের রোগমুক্তি কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া চেয়েছেন।
আশির দশকে বাদল রায় ছিলেন বাংলাদেশ ফুটবলের অন্যতম সেরা একজন তারকা ফুটবলার। খেলোয়াড়ী জীবনের পুরোটা সময় তিনি কাটিয়েছেন মোহামেডানে শিবিরে। ১৯৮১ ও ১৯৮৬ সালে ছিলেন মোহামেডানের অধিনায়ক। তার অধিনায়কত্বে ১৯৮৬ সালে মোহামেডান লিগ শিরোপা ঘরে তুলে। দীর্ঘদিন জাতীয় দলের জার্সি গায়েও মাঠ মাতিয়েছেন সাবেক এই ফুটবলার। খেলা থেকে অবসর গ্রহণের পর ফুটবলকে আর ছাড়তে পারেননি তিনি। একবার সহকারী সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনের পর তিনি বাফুফের টানা তিনবারের নির্বাচিত সহ-সভাপতি। পাশাপাশি জাতীয় ক্রীড়া পরিষদের কোষাধক্ষ্যের দায়িত্ব পালন করছেন দীর্ঘদিন ধরে।



 

Show all comments
  • Mohammad Milki ৭ জুন, ২০১৭, ১২:১০ পিএম says : 0
    Wishing Fast Recovery Of The Legend.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ