বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বগুড়া অফিস : বিএফইউজে সভাপতি শওকত মাহমুদ সব মামলায় জামিন পাওয়া সত্ত্বেও তাকে অন্য মামলায় শ্যোন অ্যারেস্ট দেখিয়ে পুনরায় গ্রেফতার করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তার মুক্তি দাবি করেছেন সাংবাদিক ইউনিয়ন বগুড়ার নেতৃবৃন্দ। গতকাল রোববার বিবৃতিতে সংগঠনের সভাপতি সৈয়দ ফজলে রাব্বী ডলার, সহ-সভাপতি আতাউর রহমান মিলন, সাধারণ সম্পাদক মমিনুর রশিদ সাইন, যুগ্ম সম্পাদক মাহফুজ ম-ল, কোষাধ্যক্ষ আব্দুল ওয়াদুদ, অফিস সম্পাদক ইউনুস আলী, কার্যনির্বাহী সদস্য আবু সাঈদ ও আব্দুর রহিম এ দাবি জানান। নেতৃদ্বয় বলেন, অবিলম্বে শওকত মাহমুদকে নিঃশর্ত মুক্তি দিতে হবে অন্যথায় কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। নেতৃদ্বয় আরো বলেন, বর্তমান সরকারের সীমাহীন স্বেচ্ছাচারিতার নানা তথ্য প্রকাশ হয়ে যাওয়ার ভয়ে স্বাধীন সাংবাদিকতায় বিশ্বাসী সাংবাদিক নেতা শওকত মাহমুদ ও দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান সব মামলায় উচ্চ আদালত থেকে জামিন পাওয়ার পরও তাদের শ্যোন অ্যারেস্ট করা হয়েছে আর এর মধ্য দিয়ে সরকার মানবাধিকার, আইনের শাসন, সর্বোপরি স্বাধীন বিচারব্যবস্থাকে ভূলুন্ঠিত করেছে। তাই গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা যাতে সুষ্ঠু, স্বাধীনভাবে নির্বিঘেœ তাদের পেশাগত দায়িত্ব পালন করতে পারেন সে পরিবেশ সৃষ্টির জন্য সংশ্লিষ্টদের প্রতি জোরালো আহ্বান জানিয়েছেন নেতৃদ্বয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।