Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খুলনায় মুক্তিযোদ্ধা কমান্ডারকে পেটালো আ’লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী

প্রকাশের সময় : ৭ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা, খুলনা : বিদ্রোহী প্রার্থীর পক্ষাবলম্বন করায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মতিউর রহমানকে পিটিয়েছে খুলনা জেলার কয়রা সদর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী ও তার কর্মীরা। গতকাল সকাল ১০টার দিকের এঘটনায় মুক্তিযোদ্ধা মতিউর রহমান কয়রা থানায় ছাত্রলীগের স্থানীয় নেতা হিরুসহ ৭/৮জনকে অভিযুক্ত করে মামরা দায়ের করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রগুলো জানায়, কয়রা সদর ইউনিয়নে এবার আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন উপজেলা ছাত্রলীগের সভাপতি এসএম বাহারুল ইসলাম। এই ইউনিয়নে উপজেলা যুবলীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান এসএম শফিকুল ইসলাম দলের মনোনয়ন না পেলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। উপজেলা আ’লীগের সাবেক নেতা ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মতিয়ার রহমান বর্তমান চেয়ারম্যান শফিকুল ইসলামকে সমর্থন করছেন এবং তার পক্ষে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। এতে ক্ষুব্ধ হয়ে গতকাল সকাল ১০টার দিকে কয়রা বাজারে প্রকাশ্যে বাহারুল ও কয়েকজন সহযোগী মিলে গতকাল সকাল ১০টার দিকে মতিউর রহমানকে বেধড়ক মারপিট করে। কয়রা থানার অফিসার ইনচার্জ (ওসি) হরেন্দ্রনাথ সরকার বলেন, মুক্তিযোদ্ধা কমান্ডার মতিউর রহমানকে সকালে কয়েকজন  চড়-থাপ্পড় দিয়েছে। এ ব্যাপারে তিনি বাদী হয়ে ছাত্রলীগ নেতা হিরুসহ ৭/৮ জনের নামে থানায় একটি মামলা করেছেন।
বামনায় দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ
বামনা উপজেলা সংবাদদাতা : বরগুনার বামনা উপজেলার ৩নং রামনা ইউনিয়নে আ,লীগ সমর্থীত প্রার্থী মো. নজরুল ইসলাম জোমাদ্দার ও সতন্ত্র প্রার্থী মো. খালেক জোমাদ্দারের সমর্থকদের মধ্যে গতকাল রোববার রামনা লঞ্চঘাট স্টেশনে সংঘর্ষ হয়। এতে আ,লীগ সমর্থীত প্রার্থীর সমর্থক মো.গোলাম কবীর (৫০) ও হুমাউন কবীর (৫৩) আহত হয়। আহতদেরকে বামনা হাসপাতালে ভর্তি করা হয়েছে।  এ রিপোর্ট লেখা পর্যন্ত উভয় পক্ষের মামলার প্রস্তুতি চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খুলনায় মুক্তিযোদ্ধা কমান্ডারকে পেটালো আ’লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ