Inqilab Logo

সোমবার, ২৪ জুন ২০২৪, ১০ আষাঢ় ১৪৩১, ১৭ যিলহজ ১৪৪৫ হিজরী

রায়পুরায় মূর্তি ভাঙচুর

প্রকাশের সময় : ৭ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার, নরসিংদী থেকে : রায়পুরার শ্রীরামপুর এলাকার বর্মন পাড়ায় শ্রী শ্রী দুর্গা ও শ্যামা মন্দির ভাঙচুরের খবর পাওয়া গেছে। দুর্বৃত্তরা কালীমন্দিরে প্রবেশ করে মহাদেব, সরস্বতী, কালী, ডাকিনি ও -যোগীনির মূর্তি ভাঙচুর করেছে। নরসিংদী জেলা পুজা উদযাপন কমিটির সভাপতি রঞ্জিত কুমার সাহা এই তথ্য জানিয়েছেন।
তিনি জানিয়েছেন, রায়পুরা উপজেলা শহরে বর্মন পাড়ায় অবস্থিত শ্রী শ্রী দুর্গা ও শ্যামা মন্দিরের প্রাত্যহিক পুজা  পার্বন সহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এখানে শতাধিক সংখ্যালঘু পরিবার তাদের পুজা পার্বন পালন করে। শনিবার রাতে পুজা শেষে মন্দিরের পুরোহিত মানিক চক্রবর্তী মন্দিরটি বন্ধ করে বাড়ী চলে যায়। সকালে পুরোহিত মানিক চক্রবর্তী মন্দিরে পুজা দিতে গিয়ে দেখতে পায় প্রতিমা গুলোর হাত, পা ও মাথা কেবা কারা ভেঙ্গে ফেলেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রায়পুরায় মূর্তি ভাঙচুর
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ