মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : লন্ডনের মেয়র সাদিক খান অভিযোগ করে বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্রিটিশ সমাজকে বিভক্ত করার চেষ্টা করছেন, তা করার সুযোগ দেয়া হবে না। গত সোমবার বিবিসি ও স্কাই নিউজকে দেয়া সাক্ষাৎকারে তিনি এ অভিযোগ করেন। গত শনিবার লন্ডনে সন্ত্রাসী হামলার পর সাদিক খান শহরে অতিরিক্ত পুলিশ দেখে স্থানীয়দের আতঙ্কিত না হতে বলেছিলেন। এর প্রতিক্রিয়ায় প্রেসিডেন্ট ট্রাম্প টুইটারে লিখেছিলেন, সন্ত্রাসী হামলায় কমপক্ষে সাতজন মারা গেছে এবং ৪৮ জন আহত হয়েছে এবং লন্ডনের মেয়র বলছেন, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই! আমাদের রাজনৈতিকভাবে সংশোধন হওয়া বন্ধ করতে হবে এবং আমাদের লোকদের নিরাপত্তা রক্ষায় কাজ করতে হবে। আমরা যদি আরো স্মার্ট না হই তাহলে পরিস্থিতি আরো খারাপের দিকে যাবে। সাদিক খান বলেন, কিছু লোক দ্ব›দ্ব ও বিভাজন উস্কে দিচ্ছেন। আমরা ডোনাল্ড ট্রাম্পকে আমাদের সমাজকে বিভক্ত করার সুযোগ দেব না। ডোনাল্ড ট্রাম্পের টুইটের জবাব দেওয়ার প্রসঙ্গে স্কাই নিউজকে তিনি বলেন, ডোনাল্ড ট্রাম্পের টুইটের জবাব দেওয়ার মতো সময় আমি পাইনি। সত্যিকারার্থে আমার এর চেয়ে উত্তম ও গুরুত্বপূর্ণ কাজে মনোযোগ দিতে হয়েছে। ট্রাম্পের টুইটের পর সাদিক খানের পাশে থাকার ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। ট্রাম্পের সমালোচনা না করে তিনি বলেছেন, আমি মনে করি সাদিক খান অনেক ভাল কাজ করেছে এবং সে ভাল কাজ করছে-এটি ছাড়া অন্য কিছু বলা হবে ভুল। বিবিসি, রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।