Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অস্ট্রেলিয়ায় জিম্মি নাটকের অবসান

| প্রকাশের সময় : ৭ জুন, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : অস্ট্রেলিয়ার মেলবোর্নে একটি সার্ভিস অ্যাপার্টমেন্টে জিম্মির ঘটনা সন্ত্রাসী হামলা বিবেচনা করে পুলিশ তদন্ত করছে বলে জানান দেশটির প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল। রাজধানীতে গতকাল মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে টার্নবুল বলেন, পরিচিত একজন অপরাধীই এই সন্ত্রাসী হামলা চালিয়েছে। যিনি অতি স¤প্রতি প্যারোলে মুক্তি পেয়েছেন। এটা খুবই জঘন্য এবং কাপুরুষোচিত অপরাধ। এটা এক সন্ত্রাসীর হামলা। এই হামলা আমাদের অব্যাহতভাবে সতর্ক থাকার প্রয়োজনের কথা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। ইসলামপন্থি জঙ্গিদের মোকাবেলায় কখনো ভয় পেলে চলবে না। সবসময় সাহসের সঙ্গে তাদের মুখোমুখি হতে হবে। আমাক নিউজ এজেন্সিতে এক বিবৃতিতে ইসলামিক স্টেট (আইএস) মেলবোর্ন হামলার দায় স্বীকার করেছে। গত সোমবার মেলবোর্ন উপকণ্ঠে ব্রাইটন এলাকায় বিস্ফোরণের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি সার্ভিস অ্যাপার্টমেন্টের হলরুমে একটি লাশ দেখতে পায়। ভবনের ভেতর এক ব্যক্তি এক নারীকে জিম্মি করেছিল। শুরুতে আলোচনার পর পুলিশ সেখানে অভিযান চালায় এবং হামলাকারীকে গুলি করে হত্যা করে। বিবিসি,রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ