Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ন্যাটোর ২৯তম সদস্য মন্টেনিগ্রো

| প্রকাশের সময় : ৭ জুন, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : দক্ষিণ-পশ্চিম ইউরোপের দেশ মন্টেনিগ্রো যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোতে যোগ দিয়েছে। গত সোমবার তারা আনুষ্ঠানিকভাবে ১৯৪৯ সালে গঠিত সামরিক জোটটির সদস্য হয় বলে রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়। মন্টেনিগ্রোকে নিয়ে ন্যাটোর সদস্যসংখ্যা ২৯-এ দাঁড়ালো। এক সময় যুগোশ্লভিয়ার অংশ থাকা মন্টেনিগ্রোর এই যোগদানের মাধ্যমে বলকান অঞ্চলে ন্যাটোর প্রভাব আরও বাড়বে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি চাপ বাড়লো রাশিয়ার উপর। মন্টেনিগ্রোর যোগদান নিয়ে এরইমধ্যে হুঁশিয়ারি উচ্চারণ করেছে রাশিয়া। ক্রেমলিন বলেছে, ন্যাটোতে যোগদানের মধ্য দিয়ে মন্টেনিগ্রো শত্রæতাপূর্ণ পথ বেছে নিয়েছে; দেশটি রাশিয়াবিরোধী হিস্টিরিয়ায় ভুগছে বলেও অভিযোগ করেছে মস্কো। মন্টেনিগ্রোর কর্তৃপক্ষ যে শত্রুতাপূর্ণ পথ বেছে নিয়েছে, তার পাল্টায় প্রতিক্রিয়ামূলক ব্যবস্থা নেওয়ার অধিকার রয়েছে রাশিয়ার। রাজনীতিতেও পদার্থবিজ্ঞানের মতো প্রত্যেক ক্রিয়ার জন্য বিপরীত প্রতিক্রিয়ার সুযোগ রয়েছে, এক বিবৃতিতে এমনটাই বলেছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে রাশিয়ার ধারাবাহিক চাপ সত্তে¡ও নেটো জোটে যোগ দেওয়ায় মন্টেনিগ্রোকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। বিদেশি চাপের পরও মন্টেনেগ্রো যে তার সার্বভৌমত্বের অধিকার খাটিয়ে পক্ষ বেছে নিতে পেরেছে সেজন্য তাদের সাধুবাদ, বলেন যুক্তরাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি থমাস শ্যানন। মন্টেনিগ্রোর নেটোতে যোগদান উপলক্ষে গত সোমবার ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় এক অনুষ্ঠানেরও আয়োজন করে; যাতে মন্টেনেগ্রোর প্রধানমন্ত্রী দুস্কো মার্কোভিচও উপস্থিত ছিলেন। মার্কোভিচ পরে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের সঙ্গে হোয়াইট হাউজে সাক্ষাৎ করেন। ন্যাটোতে আনুষ্ঠানিক যোগ দেওয়ায় মন্টেনিগ্রোকে স্বাগত জানিয়েছেন ন্যাটোর সেক্রেটারি জেনারেল জেনস স্টলটেনবার্গ। তিনি বলেন, মন্টেনেগ্রোর যোগদান আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার ক্ষেত্রে ভালো ভূমিকা রাখবে। মন্টেনেগ্রো একসময় যুগোশ্লাভিয়ার মধ্যে ছিল। সোভিয়েত বলয়ে থাকা কমিউনিস্ট যুগোশ্লাভিয়া গত শতকের নব্বইয়ের দশকে ভেঙ্গে ছোট ছোট বেশ কয়েকটি দেশে বিভক্ত হয়। এর মধ্যে মন্টেনেগ্রো ২০০৩ সালে সার্বিয়ার সাথে মিলে বানায় সার্বিয়া অ্যান্ড মন্টেনেগ্রো। তিনবছর পর স্বাধীনতা পেয়ে ইউরোপীয় ইউনিয়নের সদস্য হয় তারা। এরপর থেকেই ধীরে ধীরে ইউরোপ ও পশ্চিমাদের মিত্র হয়ে ওঠে সাত লাখ জনগোষ্ঠী অধ্যুষিত উচ্চ-মধ্য আয়ের এই দেশটি; দূরত্ব বাড়ে এক সময়ের মিত্র রাশিয়ার সঙ্গে। গত অক্টোবরে দেশটির ক্ষমতাসীন দল রাশিয়ার গোয়েন্দা সংস্থা ও দেশটির রাশিয়াপন্থী বিরোধী দলের বিপক্ষে ষড়যন্ত্র ও তৎকালীন প্রধানমন্ত্রী মিলো জুকোভিচকে হত্যার অভিযোগ তোলে। ক্রেমলিন এই অভিযোগকে অবাস্তব অ্যাখ্যা দেয়। গত সপ্তাহে মন্টেনিগ্রোর পররাষ্ট্র মন্ত্রণালয় দেশটির ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টি অব সোস্যালিস্টের একজন নেতাকে মস্কো বিমানবন্দরে আটকে রাখা হয়েছে অভিযোগ তুলে রাশিয়ার কূটনীতিকের কাছে আনুষ্ঠানিক প্রতিবাদ পাঠায়। সেসময়ই বর্তমান প্রধানমন্ত্রী মার্কোভিচ অভিযোগ করেন, রাশিয়ায় প্রবেশ নিষিদ্ধ করে মন্টেনেগ্রো কর্মকর্তাদের গোপন তালিকা করেছে ক্রেমলিন। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ