মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের নির্বাচনে হস্তক্ষেপের পরিণতি ভোগ করার ব্যাপারে রাশিয়াকে হুঁশিয়ার করে দিয়েছেন জাতিসংঘের মার্কিন দূত নিকি হ্যালি। সিবিএস নিউজের ফেস দ্য নেশন অনুষ্ঠানে দেয়া এক সাক্ষাৎকারে হ্যালি বলেন, আন্তর্জাতিক স¤প্রদায় নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ নিয়ে উদ্বিগ্ন। আর তাদের জেনে রাখা উচিত যে, এ হস্তক্ষেপের জন্য তাদের পরিণতি ভোগ করার আছে। গত রোববার তিনি আরও বলেন, নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ নিয়ে আন্তর্জাতিক স¤প্রদায় উদ্বিগ্ন হলেও তারা আরও অনেক কারণেই রাশিয়াকে নিয়ে উদ্বিগ্ন। আর সে কারণেই তাদের ওপর আমরা নজর রাখব। রাশিয়ার বিরুদ্ধে অভিযোগ, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জেতাতে তারা যুক্তরাষ্ট্রের জাতীয় নির্বাচনে হস্তক্ষেপ করেছে। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হলেও রাশিয়ার উপর কেন কোনও নিষেধাজ্ঞা আরোপ করা হল না এমন প্রশ্নের জবাবে হ্যালি বলেনি, রাশিয়ার বিষয়টি সামাল দেওয়া যুক্তরাষ্ট্রের জন্য সহজ নয়। তবে আমি বলতে পারি, জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আমরা রাশিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। ইউক্রেনের সঙ্গে তারা যা করেছে তার জন্য তাদের উপর নিষেধাজ্ঞা আরোপে আমরা শক্ত অবস্থানে ছিলাম। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে সমর্থন করা থেকে রাশিয়াকে সরে দাঁড়ানোর আহŸানও আমরা জানিয়েছি। আমরা যখনই প্রয়োজন মনে করব তাদেরকে এমন আহŸান জানিয়ে যাব। একইসঙ্গে আমরা সিরিয়া সংঘাতে তাদের সঙ্গে আলোচনার মাধ্যমে একটি ভাল অবস্থানে আসা যায় কিনা সেটিও চেষ্টা করে দেখব। আমরা তাদের সঙ্গে সন্ত্রাস-বিরোধী কাজ করছি। কিন্তু আমরা যদি দেখি রাশিয়া ভুল কিছু করছে তাহলে আমরা তাদেরকে সে ভুল ধরিয়ে দেব। তাছাড়া, রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার বিষয়ে যুক্তরাষ্ট্রের কংগ্রেস যে সিদ্ধান্তই নেবে তাও সমর্থন করবেন বলে জানান হ্যালি। আইএএনএস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।