Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যশোরে প্রতিবন্ধী তরুণী গণধর্ষণ মামলায় দুই আসামি আটক

প্রকাশের সময় : ৭ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

যশোর ব্যুরো : যশোরে প্রতিবন্ধী তরুণী (২২) গণধর্ষণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই যুবককে আটক করেছে পুলিশ। রোববার সকাল সাড়ে ১০টার দিকে যশোর সদর উপজেলার রামনগর থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো- সদর উপজেলার মোবারককাটি গ্রামের পুটের ছেলে রাশেদ (২৪) ও শাকেরের ছেলে রাসেল (২৪)।
যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ ইলিয়াস হোসেন জানান, এলাকারবাসীর সহযোগিতায় রোববার সকাল সাড়ে ১০টার দিকে প্রতিবন্ধী তরুণী গণধর্ষণ মামলার আসামি রাশেদ ও রাসেলকে আটক করা হয়। তিনি আরও বলেন, ৩ মার্চ মধ্যরাতে সদর উপজেলার মোবারককাটি গ্রামে প্রতিবন্ধী তরুণী ধর্ষণের ঘটনা ঘটে। এরপর ৪ মার্চ ওই তরুণীর বাবা বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি মামলা করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যশোরে প্রতিবন্ধী তরুণী গণধর্ষণ মামলায় দুই আসামি আটক
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ