Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রকাশনা উৎসবে সুরের আলিঙ্গনে

প্রকাশের সময় : ৭ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : জি-সিরিজ থেকে প্রকাশিত হলো লেলিনা রফিকের রবীন্দ্র সঙ্গীতের অ্যালবাম সুরের আলিঙ্গনে। শনিবার সন্ধ্যায় রাজধানীর একটি রেস্টুরেন্টে অ্যালবামটির মোড়ক উন্মোচন করা হয়। অ্যালবামের মোড়ক উন্মোচন করেন গীতিকার ও সুরকার মিল্টন খন্দকার, কণ্ঠশিল্পী শুভ্রদেব, জি-সিরিজ ও অগ্নিবীণার কর্ণধার নাজমুল হক ভূঁইয়া খালেদ। প্রকাশিত অ্যালবামে রয়েছে মোট ১০টি গান। গানগুলোর শিরোনামগুলো হলোÑ বাদল দিনের প্রথম কদম ফুল, গোধূলি গগণে মেঘে ডেকেছিল, যখন এসেছিলে অন্ধকারে, একটুকু ছোঁয়া লাগে, ও যে মানে না মানা, সেদিন দু’জনে দুলেছিনু, ছায়া ঘনাইছে মনে, তোমায় গান শোনাব ও ওই মালতি লতা দোলে। অ্যালবামটির সঙ্গীতায়োজন করেছেন দীপক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রকাশনা উৎসবে সুরের আলিঙ্গনে
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ