নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস রিপোর্টার : ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের শেষ রাউন্ডের ম্যাচে গতকাল শেখ জামালের বিপক্ষে আবাহনীর জয় শিরোপা নিশ্চিত করেছে গাজী গ্রুপ ক্রিকেটার্সের। বৃষ্টির বাধায় গতকাল গাজী গ্রুপ ও প্রাইম দোলেশ্বরের ম্যাচটি শেষ হয়নি, গড়িয়েছে আজকের রিজার্ভ ডেতে। কিন্তু উদযাপনের জন্য এই ম্যাচের ফলের জন্য অপেক্ষা করতে হচ্ছে না নাসির হোসেনের দলের।
আগে থেকেই শিরোপার পথে ছিল গাজী। আগের রাউন্ডে মোহামেডানকে ৯৭ রানে হারিয়ে অপেক্ষাটা বাড়ায় প্রাইম দোলেশ্বর। দোলেশ্বরও যোগ দেয় শিরোপা দৌড়ে। কিন্তু গতকাল আবাহনীর জয়ে এই তিন দলের পয়েন্টই দাঁড়ায় সমান ২৪। এমতাবস্থায় মুখোমুখি লড়াইয়ে আবাহনী ও দোলেশ্বরের বিপক্ষে তিনটি জয় থাকায় শিরোপা ওঠে গাজীর হাতে। শেষ ম্যাচে আবাহনী ও গাজী দুই দলই হারলে দোলেশ্বর ও গাজীর মধ্যে লড়াইটা জমে উঠত। মুখোমুখি লড়াইয়েও দুদলের মধ্যে সমতা থাকায় শিরোপা নির্ধারণের জন্য চোখ রাখতে হত নেট রান রেটের উপর।
চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশ দলে উপেক্ষিত নাসির হোসেন-ই মূলত সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন গাজীর শিরোপা জয়ে। মাঝে আয়ারল্যান্ড সফরে থাকায় সব ম্যাচ খেলতে পারেননি। তবে যে ৮ ম্যাচ খেলেছেন তাতেই জাত চিনিয়েছেন এই ব্যাটিং আলরাউন্ডার। ২ সেঞ্চুরি ও ৩ ফিটিতে ২৪০ গড়ে করেছেন ৪৮০ রান। টানা তিন ম্যাচে অপরাজিত থাকার পর গতকাল আউট হয়েছেন মাত্র ৩ রানে। এর আগে তার ব্যাটিং গড় ছিল ৪৭৭! একই সময়ে বল হাতেও অবদান রাখেন নাসির। আর তাতেই গেল মৌসুমে সুপার লিগে উঠতে ব্যর্থ হওয়ার আক্ষেপ চ্যাম্পিয়ন হওয়ার মাধ্যমে ঘোঁচালো গাজী।
গতকাল সুপার লিগের সব ম্যাচেই ছিল বৃষ্টির বাগড়া। বিকেএসপির চার নম্বর মাঠে টস জিতে ব্যাট করতে নামা শেখ জামালের খেলা থামে ৩০.৪তম ওভারে। তাদের দলীয় সংগ্রহ তখন ৭ উইকেটে ১৬২ রান। সর্বোচ্চ ৬০ রান করেন মাহবুবুল করিম। বৃষ্টির কারণে এখানেই তাদের ইনিংসের ইতি ঘটে। তরুণ অফ স্পিনার আফিফ হাসান হ্যাটট্রিকসহ ৩২ রানে নেন ৫ উইকেট। লিস্ট ‘এ’ ক্রিকেটে এটি তার সেরা বোলিং।
বৃষ্টি আইনে আবাহনীর লক্ষ্য দাঁড়ায় ২০ ওভারে ১২৪ রান। ৬ উইকেট আর ১৬ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় মোহাম্মাদ মিথুনের দল। পাশের তিন নম্বর মাঠে তখনই শিরোপা উদযাপন শুরু করে গাজীর খেলোয়াড়রা। আবাহনীর হয়ে সর্বোচ্চ ৫১ রান করেন সাইফ হাসান।
গাজী-দোলেশ্বরের ‘গুরুত্বহীন’ ম্যাচটি নিষ্পত্তি হবে আজকের রিজার্ভ ডের মাধ্যমে। বৃষ্টির বাধায় খেলা বন্ধ হওয়ার আগে গতকাল টস হেরে ব্যাট করতে নামা গাজীর সংগ্রহ ছিল ৩৩ ওভারে ৫ উইকেটে ১৪২ রান। ব্যাক্তিগত ৫০ রানে অপরাজিত আছেন জহুরুল ইসলাম। একই কারণে ফতুল্লায় বন্ধ হওয়া আরেক ম্যাচও মাঠে গড়াবে আজ। প্রাইম ব্যাংকের বিপক্ষে ৪৩.৩ ওভারে ৬ উইকেটে ১৮৭ রানের পর থেকে আবার ব্যাটিং শুরু করবে মোহামেডান স্পোর্টিং ক্লাব।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।