Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিরোপায় চোখ দুই আবাহনীর

| প্রকাশের সময় : ৬ জুন, ২০১৭, ১২:০০ এএম


ঢাকার দশম না চট্টগ্রামের প্রথম?
স্পোর্টস ািরপোর্টার : ঘরোয়া ফুটবলের মৌসুম সুচক টুর্নামেন্ট ওয়ালটন ফেডারেশন কাপের শিরোপায় চোখ দুই আবাহনীর। আজ টুর্নামেন্টের ফাইনালে ঢাকা আবাহনীর মুখোমুখী হচ্ছে চট্টগ্রাম আবাহনী। সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। ঢাকা আবাহনীর সামনে রয়েছে টুর্নামেন্টের দশম শিরোপার হাতছানি। আর চট্টগ্রাম আবাহনীর প্রথম। গতকাল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে আয়োজিত ফাইনাল পূর্ব সংবাদ সম্মেলনে দু’দলের কোচ ও অধিনায়করা ভালো খেলে শিরোপা জয়ের প্রত্যয় ব্যক্ত করেন।
চট্টগ্রাম আবাহনীর কোচ সাইফুল বারী টিটু বলেন, ‘ফেডারেশন কাপের ফাইনালে আসতে পেরে আমরা খুশি। প্রায় দেড় মাসের প্রস্তুতিতে এই টুর্নামেন্টে খেলতে নেমেছি আমরা। ফেডারেশন কাপকে লিগের ওয়ার্মআপ টুর্নামেন্ট হিসেবেই সবাই দেখে। আমদের ভাবনায়ও তেমনটাই রয়েছে। তারপরও এ আসরের ফাইনালে খেলাটা আমাদের জন্য গর্বের ব্যাপার। ফাইনালটা আসলে শুধু খেলার জন্যই নয়, ট্রফি জেতার জন্যও। তাই আমাদেরকে সেরা পারফরম্যান্স দেখাতে হবে। আর সেটার জন্য প্রস্তুত আমার ছেলেরা। আগের ম্যাচে গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা জ্বরের কারণে খেলতে পারেননি। এলিসনও খেলেননি। তবে আগামীকাল (আজ) তার খেলার সম্ভাবনা থাকলেও রানার সম্ভাবনা কম।’
তিনি আরও বলেন, ‘ঢাকা আবাহনী ফেডারেশন কাপের বর্তমান চ্যাম্পিয়ন। নিঃসন্দেহে তারা দেশসেরা শক্তিশালী দল। ক’দিন আগেই এএফসি কাপে খেলেছে দলটি। তাদের কোচ বিভিন্ন পজিশনে তার খেলোয়াড়দের পরখ করতে পেরেছেন। এটা তাদের জন্য ইতিবাচক দিক। ঢাকা আবাহনীর বিপক্ষে চাপ নেওয়ার কিছু নেই। আসলে চাপ নিলে কখনোই ভালো করা যায় না। আবার একদিক দিয়ে ভালো হয়। চাপ খেলোয়াড়দের ফোকাসটা বাড়ায়। যখন খেলোয়াড়রা একটি ম্যাচ নিয়ে চিন্তা করে তখন সে চাপ নেয়। সেটা তাদের ফোকাস বাড়ায়। এ দিক দিয়ে চাপটা ভালো। তবে তারা পেশাদার খেলোয়াড়। সর্বোচ্চ পর্যায়ে খেলার অভিজ্ঞতা রয়েছে। আমি আমার ছেলেদের বলেছি তোমরা তোমাদের জন্য খেল এবং ভালো খেল।’
অধিনায়ক জাহিদ হোসেন বলেন, ‘আমরা ভালো খেলেই ফাইনাল পর্যন্ত এসেছি। শিরোপা জেতার জন্যই খেলব। গ্রæপপর্বে, কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালে আমি ও মামুনুলসহ দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়রা গোল পেয়েছেন। আসলে প্রত্যেক দলেই কিছু ভালো খেলোয়াড় থাকে। তারা তাদের সেরাটা খেলতে পারলে ম্যাচ জেতা সম্ভব। ঢাকা আবাহনী অনেক ভালো দল। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন তারা। তাদের বিপক্ষে সেরাটাই মাঠে ঢেলে দিতে হবে। ভালো খেলা উপহার দিয়ে জয় তুলে নিতে হবে। আর এজন্য আমরা প্রস্তুত।’
ঢাকা আবাহনীর কোচ দ্রাগো মামিচ বলেন, ‘একটি ম্যাচের পর আর একটি ম্যাচ খেলার মাঝখানে কমপক্ষে ৭২ ঘণ্টা বিরতি থাকতে হয়। আমরা সেটা পাচ্ছি না। পাঁচদিনের মধ্যে তিন-তিনিট ম্যাচ খেলতে হচ্ছে আমাদেরকে। এতে আমার খেলোয়াড়রা ক্লান্ত হয়ে পে ছে। অনেকেই ডাগআউটের পাশে এসে আমাকে বলছে যে, কোচ আমি আর চালিয়ে যেতে পারছি না। এভাবে ফুটবল খেলা যায় না। এতে ফুটবলের উন্নতি হয় না। আমি মনে করি ভবিষ্যতে বিষয়টি নিয়ে বাফুফের ভেবে দেখা উচিত। তারপরও ফাইনাল ম্যাচ। আমাদের খেলোয়াড়রা খেলবে। ফল কী হবে জানি না। তবে আমরা জয়ের জন্যই লড়বো। শিরোপা জেতাই আমাদের মুল লক্ষ্য।’ অধিনায়ক মামুন মিয়া শিরোপা ধরে রাখার প্রত্যয় ব্যক্ত করে বলেন, ‘আমরা ফেডারেশন কাপের বর্তমান চ্যাম্পিয়ন। শিরোপা ধরে রাখার চেষ্টা করবো। জয় পেতেই মাঠে নামব। যদিও আমরা ক্লান্ত। কিন্তু ফাইনাল তো ফাইনালই। আমাদেরকে খেলতেই হবে। এবং সেরাটা মাঠে উপহার দিতে হবে। চট্টগ্রাম আবাহনী শক্তিশালী দল। তাদেরকে হারিয়েই টুর্নামেন্টের দশম শিরোপা ঘরে তুলতে চাই।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ