Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অতিরিক্ত ৫০ হাজার হজ কোটা বরাদ্দে বাংলাদেশ আশাবাদী

| প্রকাশের সময় : ৬ জুন, ২০১৭, ১২:০০ এএম


চ্যালেঞ্জার ট্রাভেলসের ইফতার মাহফিলে-নেতৃবৃন্দ
স্টাফ রিপোর্টার ঃ রাজকীয় সউদী সরকার অপেক্ষমান অতিরিক্ত ৫০ হাজার হজযাত্রীর নতুন কোটা অনুমোদন দিবেন বলে বাংলাদেশের মানুষ এখনো আশাবাদী। প্রাক-নিবন্ধিত অতিরিক্ত হজ কোটা বরাদ্দ চেয়ে ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান সউদী সরকারের কাছে লিখিত প্রস্তাব প্রেরণ করায় নেতৃবৃন্দ ধর্মমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানান। মানুষের আর্থ-সামাজিক অবস্থার উন্নতি হওয়ায় প্রতি বছর হজযাত্রীর সংখ্যা দিন দিন বাড়ছে। প্রায় ৮০ হাজার হজযাত্রী কোটার বাইরে পড়ে যাওয়ায় তারা চরম উৎকন্ঠায় ভুগছেন।
গতকাল বাদ আসর রাজধানীর একটি হোটেলে হজ এজেন্সি চ্যালেঞ্জার ট্রাভেলস এন্ড ট্যুরস এবং আল-তাইয়্যাবা কনসালটেন্সী সেন্টারের যৌথ উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে নেতৃবৃন্দ একথা বলেন। চ্যালেঞ্জার ট্রাভেলস এন্ড ট্যুরস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ গোলাম সরওয়ারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ড. আবু রেজা মো: নেজামুদ্দিন নদভী এমপি। অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন বায়রার সভাপতি ও সাবেক এমপি বেনজির আহমেদ, হাবের সাবেক সভাপতি আলহাজ আব্দুস শাকুর, বায়রার সাবেক সাধারণ  সম্পাদক মনসুর আহমেদ কালাম, হাফেজ মাওলানা হাসান বিন সিদ্দিক, গুলশান জগার্স সোসাইটি’র প্রেসিডেন্ট এ কে এম শহিদুল ইসলাম, ইউনিয়ন ব্যাংকের শীর্ষ কর্মকর্তা সৈয়দ আব্দুল্লাহ মো: সালেহ। উপস্থিত ছিলেন, হাবের শীর্ষ নেতা আলহাজ রুহুল আমিন মিন্টু, আকবর হোসেন মঞ্জু, এ এস এম ইব্রাহিম, বীরমুক্তিযোদ্ধা মো: তাজুল ইসলাম, ওয়াহিদুল আলম, এ এইচ এম খাদেম দুলাল ও সেলিম উদ্দিন। অনুষ্ঠান পরিচালনা করেন হাবের সিনিয়র সহ-সভাপতি মাওলানা ইয়াকুব শরাফতী। কুরআন তেলাওয়াত করেন প্রখ্যাত ক্বারী গোলাম মোস্তফা।
নেতৃবৃন্দ বলেন, সরকারী অব্যবহৃত ৫ হাজার ২শ’ হজ কোটা অতিদ্রæত বেসরকারী কোটায় হস্তান্তর করা জরুরী হয়ে পড়েছে। নেতৃবৃন্দ বলেন, গত হজ মৌসুমে হজ এজেন্সীর মুনাজ্জেমদের ভিসা ফি ছিল জনপ্রতি ১৯ হাজার টাকা । কিন্ত কার স্বার্থে চলতি বছর মুনাজ্জেমদের ভিসা ফি ৮৫ হাজার টাকা নেয়া হচ্ছে তা’বোধগম্য নয়। অনুষ্ঠানে সড়ক দুর্ঘটনায় আহত হাবের সভাপতি আব্দুস ছোবহান ভূঁইয়া’র আশু সুস্থ্যতা কামনা করে মোনাজাত পরিচালনা করেন হাবের সাবেক সভাপতি আলহাজ আব্দুস শাকুর।   
বরিশাল বিভাগীয় হজ ও ট্রাভেল এজেন্টস
নগরীর ক্রীড়া পরিষদ মিলনায়তনে পুস্প ধাম মিলনায়তনে বরিশাল বিভাগীয় হজ ্ও ট্রাভেল এজেন্টস এসোসিয়েশন আয়োজিত ইফতার মাহফিলে নেতৃবৃন্দ সুষ্ঠু হজ ব্যবস্থাপনার স্বার্থে অপেক্ষমান হজযাত্রীদের নতুন কোটা বরাদ্দ আনতে এবং সরকারী অব্যবহৃত হজ কোটা অবিলম্বে বেসরকারী কোটায় হস্তান্তরের জন্য ধর্মমন্ত্রণালয়ের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
সংগঠনের আহবায়ক খন্দাকার শামসুল আলমের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রখ্যাত ক্বারী গোলাম মোস্তফা, এ এম এম কামাল উদ্দিন, পীরজাদা মাওলানা মো: মু’তাসিম বিল্লাহ, আব্দুস সালাম আরেফ, মুফতী মো: জুনায়েদ গোলজার, হাবিবুর রহমান, সাইদুর রহমান, লায়ন সুলায়মান, ও গোলাম কবির। নেতৃবৃন্দ অবিলম্বে মুনাজ্জেমদের ৬ মাসের মাল্টিপোল ভিসা ইস্যু এবং বাড়ী ভাড়া করার সময় বৃদ্ধির দাবী জানান। এদিকে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আগামী ২৪ জুলাই প্রথম হজ ফ্লাইট এর তারিখ ঘোষণা করেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হজ

২১ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ