মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : লন্ডনের হামলাকারীদের পরিচয় শনাক্ত হয়েছে বলে দাবি করেছে তদন্তের দায়িত্বে থাকা ব্রিটিশ পুলিশ। যত শিগগির সম্ভব জনসাধারণকে শনাক্তকৃতদের পরিচয় জানানো হবে। আগামী বৃহস্পতিবার নির্বাচনকে সামনে রেখে ব্যাপক নির্বাচনি প্রচারণার মধ্যেই স্থানীয় সময় গত শনিবার মধ্যরাতে ওই হামলা হয়। লন্ডন ব্রিজে পথচারীদের উপর গাড়ি তুলে দিয়ে এবং পার্শ্ববর্তী বোরো মার্কেটে ছুরি দিয়ে হামলা চালায়। হামলায় অন্তত ৭ জন নিহত এবং ৪৮ জন আহত হয়। আর পুলিশের গুলিতে তিন হামলাকারী নিহত হয়।
গতকাল সকালে লন্ডন পুলিশ জানায়, তাদের কর্মকর্তারা পূর্ব লন্ডনের নিউহ্যাম ও বার্কিং এলাকার দুটি ঠিকানায় তল্লাশি চালিয়েছেন। এসব অভিযানে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। এর আগে রবিবারও একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে ১২ জনকে আটক করা হয়। ফ্ল্যাটটি হামলাকারীদের একজনের বলে ধারণা করছে পুলিশ। মেট্রোপলিটন পুলিশ কমিসনার ক্রেসিডা ডিক বলেন, ‘পুলিশের অভিযানের মধ্য দিয়ে প্রচুর পরিমাণ ফরেনসিক উপকরণ জব্দ করা হয়েছে।’ বিবিসি ব্রেকফাস্টকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, তদন্ত খুব দ্রæত গতিতে চলছে। অন্য কেউ হামলার পরিকল্পনায় যুক্ত ছিল কিনা তাকে প্রাধান্য দিয়ে তদন্ত চলছে।
এরইমধ্যে লন্ডন হামলার দায় স্বীকার করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন আইএস। সংগঠনটির কথিত বার্তা সংস্থা আমাক-এর সূত্রে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, এক ক্ষুদে বার্তার মাধ্যমে এই হামলার দায় স্বীকার করা হয়। আরব বিশ্ব থেকে ব্রিটিশ সেনাদের সরিয়ে না নেওয়াকেই এই হামলার কারণ বলে দাবি করা হয়েছে। হামলার প্রতিক্রিয়ায় ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে সন্ত্রাস নির্মূলের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। রবিবার ডাউনিং স্ট্রিট প্রাঙ্গণে দেওয়া এক ভাষণে তিনি বলেছেন, যথেষ্ট হয়েছে বলার সময় হয়েছে এখন। ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনায় শোক জানিয়ে যুক্তরাজ্যের বেশিরভাগ দল রবিবার নির্বাচনের প্রচারকাজ স্থগিত রেখেছিল। গতকাল সকাল থেকে তা আবার শুরু হয়েছে। এদিকে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে শনিবারের সন্ত্রাসী হামলার দায়িত্ব স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস) গ্রæপ। এই হামলার তদন্ত চলছে। হামলায় সাত জন নিহত ও ৪৮ জন আহত হয়েছে। রোববার মেট্রোপলিটান পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিসনার মার্ক রওলি বলেন, তিন হামলাকারীর পরিচয় উদঘাটনে পুলিশ ‘গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেছে।
হামলাকারীরা শনিবার রাতে লন্ডন ব্রিজে পথচারীদের ওপর গাড়ি তুলে ও ছুরিকাঘাত করে। রিওলি বলেন, ‘আমরা জানতে পেরেছি যে, হামলায় ব্যবহৃত সাদা রঙের গাড়িটিকে সম্প্রতি এক হামলাকারী ভাড়া করেছিল।’ রোববার ব্রিটিশ গণমাধ্যম জানায়, শনিবারের এই হামলার তদন্ত চলাকালেই আইএস এর দায় স্বীকার করেছে। জিহাদি গোষ্ঠীর সংবাদ মাধ্যম আমাক এক বার্তায় জানায়, ‘ইসলামিক স্টেট যোদ্ধাদের একটি নিরাপত্তা ইউনিট গত শনিবার লন্ডনে এই হামলা চালিয়েছে।’
'প্রযুক্তি প্রতিষ্ঠান জঙ্গিবাদ প্রচারের নিরাপদ জায়গা করে দিচ্ছে'
লন্ডন হামলার পর বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে জঙ্গি ইসলামী মতাদর্শ প্রচারের নিরাপদ জায়গা করে দেবার অভিযোগ এনেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। সাইবার স্পেসে অনেক সন্ত্রাসী হামলার পরিকল্পনা হয়, এমন অভিযোগ তুলে মিসেস মে বলছেন, এ ধরনের কর্মকাÐ বন্ধে বহুপাক্ষিক আন্তর্জাতিক চুক্তি থাকা প্রয়োজন। অভিযোগ মেনে নিয়ে জবাবে প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল বলেছে, এ সমস্যা নিরসনে কোম্পানীটি ইতিমধ্যেই কয়েকশ’ মিলিয়ন ডলার খরচ করেছে। ফেসবুক বলছে, তাদের সাইটে কোন ধরনের সন্ত্রাসী প্রচারণা নজরে পড়া মাত্র তাৎক্ষণিকভাবে তা নিজেদের ওয়েবসাইট থেকে মুছে দিতে অক্লান্তভাবে কাজ করছে প্রতিষ্ঠানটি। সূত্র : সিনহুয়া ও এএফপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।