Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উ. কোরিয়ার ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কা আশ্রয় নেয়ার মহড়া চালাল জাপান

| প্রকাশের সময় : ৬ জুন, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : উত্তর কোরিয়ার সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় জরুরি পরিস্থিতিতে আশ্রয় নেয়ার মহড়া চালিয়েছে জাপান। জাপান সাগরের উপকূলের ছোট শহর আবু-তে এ মহড়া চালানো হয়। মার্কিন দুই রণতরীর সঙ্গে দেশটির নৌবাহিনী যখন জাপান সাগরে তিন দিনের সামরিক অনুশীলন চালাচ্ছে তখন বেসামরিক লোকজনের আত্মরক্ষার এ মহড়া চালানো হলো।
উত্তর কোরিয়া থেকে কোনো ক্ষেপণাস্ত্র ছোঁড়া হলে তা ১০ মিনিটের মধ্যে জাপানের সীমান্তে ঢোকে। জাপান কর্তৃপক্ষ দেশটির নাগরিকদের বলেছে, আসন্ন হামলার বিষয়ে তাদেরকে ১০ মিনিট আগে অবহিত করা হবে। এছাড়া, সশস্ত্র হামলা ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে কী করে আত্মরক্ষা করতে হবে সে সংক্রান্ত একটি নির্দেশিকাও প্রকাশ করা হয়েছে।
মহড়া চলাকালে ইয়ামাগুচির পাহাড়ি অঞ্চলে কল্পিত ক্ষেপণাস্ত্র হামলার পরিস্থিতি সৃষ্টি করা হয়। আবু শহরটি ওই এলাকায় অবস্থিত এবং এর লোক সংখ্যা তিন হাজার চারশ’। মহড়ার সময় সাইরেন বাজিয়ে এবং লাউড স্পিকার দিয়ে সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার বিরুদ্ধে লোকজনকে সতর্ক করা হয়। জাপান সরকার, দমকল বাহিনী এবং দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা যৌথভাবে এ মহড়ার আয়োজন করেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ