Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দুই ম্যাচ নিষিদ্ধ থারাঙ্গা

| প্রকাশের সময় : ৫ জুন, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : ওভালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির তৃতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ধীরগতিতে বোলিং করার জন্য দুই ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন শ্রীলঙ্কান অধিনায়ক উপুল থারাঙ্গা। এতে চলতি আসরের গ্রæপ পর্বের ম্যাচগুলো খেলা হবে না এই তারকা ব্যাটসম্যানের।
প্রথম ইনিংসের জন্য নির্ধারিত সময় শেষেও চার ওভার বল করার বাকী ছিল। এ কারণে ম্যাচ শেষে থারাঙ্গার উপর দুই ম্যাচের নিষেধাজ্ঞা প্রয়োগ করেন আইসিসির ম্যাচ রেফারীদের এলিট প্যানেলের সদস্য ডেভিড বুন। আইসিসির এই সিদ্ধান্ত একবাক্যেই মেনে নেন থারাঙ্গা। এজন্য তাকে কারণ দর্শাতে হয়নি।
ধীরগতির বোলিংয়ের অভিযোগে থারাঙ্গার বিরুদ্ধে চার্জ গঠন করেছিলেন ম্যাচের অন-ফিল্ড আম্পায়ার ইয়ান গোল্ড ও আলিম দার, থার্ড আম্পায়ার পল রাইফেল এবং চতুর্থ অফিশিয়াল ব্রæস অক্সেনফোর্ড, যাদের সবাই আইসিসি আম্পায়ারদের এলিট প্যানেলের সদস্য।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ