Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঐতিহ্য ধরে রেখেছে ঢাকা আবাহনী

| প্রকাশের সময় : ৫ জুন, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : ঘরোয়া ফুটবলে ঢাকা আবাহনী লিমিটেড ৩০ ম্যাচ অপরাজিত রয়েছে। দেশের ফুটবলে ঢাকা আবাহনী ও মোহামেডান স্পোর্টিং ক্লাব ঐতিহ্যবাহী দল হলেও সাদাকালোরা নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারছে না সে অনেক দিন। যদিও আবাহনী এখনো তাদের ঐতিহ্য ধরে রেখেছে। গেল মৌসুমের তিন শিরোপার মধ্যে তারা দু’টিই ঘরে তুলেছে। যার মধ্যে প্রিমিয়ার লিগ ও ফেডারেশন কাপের ট্রফি রয়েছে। অল্পের জন্য ফসকে গেছে গতবারের মৌসুম সূচক টুর্নামেন্ট স্বাধীনতা কাপের ট্রফি। যদিও এ আসরের ফাইনালে চট্টগ্রাম আবাহনীর কাছে হেরে রানার্সআপ হয়েছিলো ঢাকার আকাশী-হলুদরা। আগামীকাল ফেডারেশন কাপের ফাইনালে ঢাকা আবাহনী মুখোমুখী হবে চট্টগ্রাম আবাহনীর। যদি এ ম্যাচে তারা জয় পায় তাহলে ৩১ ম্যাচে অপরাজিত থাকার পাশাপাশি জিতে নেবে মৌসুমের প্রথম শিরোপা। ফেডাশেন কাপে এর আগে ঢাকা মোহামেডান সবচেয়ে বেশী ১০বার শিরোপা জিতলেও আবাহনী চ্যাম্পিয়ন হয়েছে নয়বার। এবারের শিরোপা পেলে আবাহনী ছুঁয়ে ফেলবে মোহামেডানকে।
শুধু তাই নয়, দেশের ফুটবলে পেশাদারিত্ব আসার পর নয় প্রিমিয়ার লিগের মধ্যে আবাহনী যেখানে পাঁচবার শিরোপা জিতেছে সেখানে মোহামেডান একবারও প্রিমিয়ার লিগ জয় করতে পারেনি। এদিক দিয়ে আবাহনী অনেক এগিয়ে মোহামেডানের চেয়ে।
গত প্রিমিয়ার লিগে আবাহনী অপরাজিত থেকেই চ্যাম্পিয়ন হয়েছে। ১২ ক্লাবের লিগে ম্যাচ মাঠে গড়িয়েছে ২২টি করে। এগুলোর মধ্যে ঢাকা আবাহনী জিতেছে ১৫ ম্যাচ। আর ড্র করেছে ৭টিতে। লিগের ওই ২২ ম্যাচসহ আবাহনী লিমিটেড এখন অপরাজিত ৩০ ম্যাচে। গত মৌসুমের ফেডারেশন কাপে নিজেদের প্রথম গ্রæপ ম্যাচে আরামবাগ ক্রীড়া সংঘের বিপক্ষে ১-০ গোলে হারের পর টানা ৩০ ম্যাচ আর তারা হারের মুখ দেখেনি। এই ৩০ ম্যাচের মধ্যে আবাহনী জিতেছে ২২টিতে এবং ড্র করেছে আট ম্যাচে।
গত মৌসুমে লিগ শুরুর আগে আবাহনী ফেডারেশন কাপে খেলেছিল পাঁচ ম্যাচ। প্রথম ম্যাচে আরামবাগের কাছে হেরে পরের চার ম্যাচই জিতেছে তারা। আর চলতি মৌসুমে ওয়ালটন ফেডারেশন কাপে এখন পর্যন্ত আবাহনী চার ম্যাচ খেলে সবগুলোতেই জয় পেয়েছে। তারা এবার নবাগত সাইফ স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ১-১ গোলের ড্র দিয়ে মৌসুম শুরু করে। দ্বিতীয় ম্যাচে ১-০ গোলে মুক্তিযোদ্ধাকে হারিয়ে শেষ আটে উঠে ঢাকা আবাহনী। কোয়ার্টার ফাইনালে তারা ২-১ গোলে ব্রাদার্সকে এবং সেমিফাইনালে ১-০ গোলে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে হারিয়ে জয়যাত্রা অব্যহত রাখে আবাহনী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ