Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আনন্য উচ্চতায় জিদান-রোনালদো

| প্রকাশের সময় : ৫ জুন, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : খেলোয়াড় জিদানের প্রমাণ অনেক আগেই পেয়েছে ফুটবল বিশ্ব। ১৯৯৮ সালে ফ্রান্সকে জেতান বিশ্বকাপ শিরোপা। টাইব্রেকার ভাগ্যে কাটা না পড়েলে ২০০৬ সালেও একই মাল্য গলায় উঠত তার। ক্লাব ফুটবলে তার গোলেই ২০০২ সালে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতেছিল রিয়াল। এবার ফরাসি কিংবদন্তি নিজেকে প্রমাণ করলেন কোচিং প্রতিভা দিয়ে।
অথচ বছর দেড়েক আগে তার কোচিংয়ে আসা নিয়ে সে কি শোরগোল। কি একটা বাজিই না ধরেছিলেন রিয়াল সভাপতি ফ্লেরেন্তিনা পেরেজ। রাফায়েল বেনিতেজকে সরিয়ে সেই চেয়ারে বসান জিদানকে। ফরাসি তারকার কোচিং অভিজ্ঞতা বলতে রিয়ালের ‘বি’ দলকে সামলানো। অনেক নামজাদা ফুটবল বোদ্ধারাও তখন ছিলেন ‘কোচিং’ জিদানের সমালোচনায় মুখর। সেই তারাই এখন জিদানকে তুলনা করছেন হোসে মরিনহো, পেপ গার্দিওলা, স্যার অ্যালেক্স ফার্গুসন, কার্লো আনচেলত্তিদের মত কোচিং গ্রেটদের সাথে।
৫ বছর পর রিয়ালকে জিতিয়েছেন লিগ শিরোপা, দেড় বছরে দুটি চ্যাম্পিয়ন্স লিগ। ১৯৫৯ সালের পর এই প্রথম রিয়াল একই সাথে লিগ ও ইউরোপ সেরার কৃতিত্ব দেখালো তো জিদানের কল্যানেই। জিদান অবশ্য এর কোন কৃতিত্বই গায়ে মাখতে রাজি নন, ‘ফার্গুসন, মরিনহো, গার্দিওলাসহ যে কোচদের নাম নেওয়া হচ্ছে তারা সকলেই দুর্দান্ত। আমি তাদের চেয়ে সেরা একথা বলার সাহস আমার নেই। আমি দুর্দান্ত একটা দল পেয়েছি, এটাই আমার সাফল্যের মুল।’
আর জিদানের সেই দলে আছেন একজন ক্রিশ্চিয়ানো রোনালদো। পর্তুগিজ তারকার সাফল্যের সাথে রিয়ালের সফলতাও যেখানে একসুত্রে গাঁথা। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে জুভেন্টাসের বিপক্ষে জোড়া গোলের মাধ্যমে ক্যারিয়ারে ৬০০তম গোলের মাইলফলকে পৌঁছান ৩২ বছর বয়সী ফরোয়ার্ড। এর মধ্যে চ্যাম্পিয়ন্স লিগের গেলই ১০৫টি। তিন-তিনটি ফাইনালে গোল করার কৃতিত্ব একমাত্র রোনালদোর। এ নিয়ে টানা পঞ্চমবার হলেন আসরের সর্বোচ্চ গোলদাতাও। সব মিলে এবারের মৌসুমে রিয়ালের হয়ে করেছেন ৫১ গোল।
২০০৪ সালে কার্ডিফের এই মাঠেই ক্যারিয়ারের প্রথম শিরোপা জিতেছিলেন (ম্যানচেস্টার ইউনাইটডের হয়ে এফএ কাপ) রোনালদো। মাঝে এক যুগেরও বেশি সময়ের পরিক্রমা শেষে একই মাঠে জিতলেন ক্যারিয়ারের ২০তম শিরোপা। সব মিলে এটি তার চতুর্থ চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা। রিয়ালের হয়ে তিনটি, বাকিটা সাবেক ক্লাব ম্যান ইউ’র হয়ে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ