পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
কোর্ট রিপোর্টার : নির্ধারিত সময়ের ১০ মিনিট আগে মাগরিবের আযান প্রচারের ঘটনায় বিটিভির তিনজনের বিরুদ্ধে দায়ের করা মামলা খারিজ করেছে আদালত। গতকাল ঢাকা মহানগর হাকিম আবু সাঈদ এ আদেশ দেন। এরআগে ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে বাদী হয়ে এনামুল হক খান শিশির নামের এক আইনজীবী বিটিভির চেয়ারম্যান, মহা-পরিচালক ও সংবাদপাঠকের বিরুদ্ধে মামলা করেন।
খারিজ আদেশে বলা হয়েছে, বাংলাদেশ টেলিভিশনের দ্বারা ইচ্ছাকৃতভাবে মুসলমানদের ধর্মীয় অনুভুতিতে আঘাত করা হয়েছে মর্মে প্রতীয়মান হয় না। নির্ধারিত সময়ের ১০ মিনিট আগে মাগরিবের আযান প্রচারের ঘটনায় বাংলাদেশ টেলিভিশন কর্তপক্ষের কর্তব্য কর্মে অবহেলা মর্মে প্রতীয়মান হয়। যার জন্য তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহনের সুযোগ রয়েছে। তাই ফৌজদারী কার্যবিধির ২০৩ ধারার বিধান মতে অভিযোগটি খারিজ করা হল।
এরআগে ইসলামিক ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী শনিবার ঢাকায় ইফতারের সময় ছিল সন্ধ্যা ৬টা ৪৬ মিনিট। কিন্তু ইফতারের নির্ধারিত ৬টা ৪৬ মিনিটের পরিবর্তে রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভি ৬টা ৩৫ মিনিটেই আযান প্রচার করে। এতে ধর্মপ্রাণ রোজাদার মানুষ চরম বিভ্রান্তিতে পড়ে। পরে এ ঘটনায় আদালতে মামলা হয়।
মামলা সুত্রে জানাগেছে, ঘটনার দিন শনিবার পরিবারসহ বাড়িতে ইফতারের আগ মুহুর্তে রোজাদারদের নিয়ে নির্দিষ্ট সময়ের জন্য অপেক্ষা করতে থাকে। তখন বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) ইফতারের পূর্ববর্তী ধর্মীয় অনুষ্ঠান স¤প্রচার হচ্ছিল। কিন্তু ৬টা ৩৫ মিনিটে মাগরিবের আজান প্রচারিত হলে বাদীসহ পরিবারের সকল রোজাদার ইফতার শুরু করে। পরবর্তীতে ঘড়ি দেখে তিনি বিহŸল হয়ে পড়েন। মুসলিম প্রধান বাংলাদেশে অধিকাংশ মানুষ রোজা রেখে ভুল সময়ে আযান প্রচার করে বিটিভি মুসলমানদের ধর্মীয় অনুভুতিতে আঘাত করার জন্যই ইচ্ছাকৃতভাকে বিভ্রান্ত করেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।