পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ফুলবাড়ী (কুড়িগ্রাম) উপজেলা সংবাদদাতা : কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে গতকাল শনিবার গভীর রাতে বিএস এফের রাবার বুলেট নিক্ষেপে বাংলাদেশ ভারতের ৫ গরু চোরাকারবারী আহত হয়েছে। আহত ভারতীয় দুই চোরাকারবারীকে শিলিগুরিতে চিকিৎসা দেয়া হচ্ছে। সীমান্তে একাধিক সূত্রে জানা যায়, উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের সীমান্তবর্তী বালাটারী গ্রামের দেলদার আলীর ছেলে গরু চোরাকারবারী গোলবার হোসেন (২৭) ও ভারতীয় কোচবিহার জেলার দিনহাটা থানার সীমান্তবর্তী কুটিয়ারকুটি নয়ারহাট এলাকার কাশেম আলীর ছেলে মাজেদুল হক (২৮) ও একই এলাকার সাজু মিয়া (২৫) পিতা অজ্ঞাত এর নেতৃত্বে গভীর রাতে ২৫/৩০ জনের একদল গরু চোরাকারবারী আন্তর্জাতিক মেইন পিলার নং ৯৩৪ এর ১ ও ১১ এস সাব পিলারের নিকট দিয়ে প্রায় শতাধিক গরু বাংলাদেশে পাচারের সময় ভারতীয় ৩৮ বিএসএফ ব্যাটালিয়নের বসকোটাল ও নটকোবাড়ী বিওপি’র সদস্যরা দু’দফায় তাদের লক্ষ্য করে ১০/১২ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। এ সময় ভারতীয় মাজেদুল হক, সাজু মিয়া, ভারতীয় কিশামত করলা গ্রামের সুবেদ আলীর ছেলে শফিকুল ইসলাম (২৬) একই গ্রামের মজনু মিয়ার ছেলে আলতাফ হোসেন (৩৫) ও বাংলাদেশের ফুলবাড়ী উপজেলার সীমান্তবর্তি বালাতারী গ্রামের দেলদার আলীর ছেলে গোলবার হোসেন (২৭) সহ সবাই বুলেট বিদ্ধ হয়। এর মধ্যে ভারতীয় মাজেদুল হক ও সাজুর অবস্থা গুরুতর বলে সীমান্তের একাধীক সূত্র জানিয়েছে। ৪৫ বিজিবি কুড়িগ্রাম এর বালারহাট বিওপি’র ল্যান্স নায়েক এনছান আলী দায়সারা ভাবে জানান, সীমান্তে প্রায় বিএসএফ কর্তৃক রাবার বুলেট নিক্ষেপ বা বোমা ফুটানো হয়। আহত হয়েছে কি-না জানা নেই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।