মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় ক্যাসিনোতে হামলার পেছনে জড়িত ব্যক্তির পরিচয় মিলেছে। তিনি ফিলিপাইনের নাগরিক। মূলত ঋণের ভারে জর্জরিত হয়েই তিনি হামলা ও হত্যার পথ বেছে নেন। হামলায় নিহত হন ৩৭ জন। পরে হামলাকারী নিজেও আত্মহত্যা করেন। গতকাল রোববার ম্যানিলার পুলিশ প্রধান অস্কার আলবেয়ালদে জানান, হামলাকারীর নাম জেসি জেভিয়ার কার্লোস। তিনি ফিলিপাইনের নাগরিক। তার নামে প্রায় ২৩ লাখ ডলারের ঋণ ছিল। জুয়া খেলতে গিয়ে তিনি ঋণ করেছিলেন। আর বিপুল পরিমাণ এ ঋণের বোঝার কারণেই হামলার পথ বেছে নিয়েছিলেন। কার্লোস সন্ত্রাসী ছিলেন না। তিনি বলেন, এটি কোনো সন্ত্রাসী হামলা নয়। এটি একজন ব্যক্তির একক হামলা। কার্লোসের পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, তিনি জুয়া খেলতে গিয়ে ঋণের বোঝার নিচে চাপা পড়েছিলেন। বিবিসি, দ্য গার্ডিয়ান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।