Inqilab Logo

রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

যুক্তরাষ্ট্রে রেকর্ড পরিমাণ রফতানি কানাডার

| প্রকাশের সময় : ৫ জুন, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রে রেকর্ড পরিমাণ রফতানির সুবাদে এপ্রিলে কানাডার সামগ্রিক বাণিজ্য ঘাটতি হ্রাস পেয়ে ২৭ কোটি ৪০ লাখ ডলারে দাঁড়িয়েছে। শুক্রবার দেশটির সরকারি পরিসংখ্যান সংস্থা স্ট্যাটিস্টিকস কানাডা এ তথ্য জানায়। এপ্রিলে প্রতিবেশী দেশ যুক্তরাষ্ট্রে গাড়ি, প্রাকৃতিক গ্যাস ও সফটউড লাম্বারসহ মোট ২ হাজার ৬৭৬ কোটি ডলারের পণ্য রফতানি করেছে কানাডা। অন্যদিকে এ সময় যুক্তরাষ্ট্র থেকে আমদানির পরিমাণ বাড়িয়েছে দেশটি। এপ্রিলে কানাডা ২ হাজার ৩০৬ কোটি ডলারের মার্কিন পণ্য আমদানি করেছে। ফলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কানাডার বাণিজ্য উদ্বৃত্ত বেড়ে ৩৭১ কোটি ডলারে দাঁড়িয়েছে। এদিকে এপ্রিলে কানাডার মোট রফতানির পরিমাণ ১ দশমিক ৮ শতাংশ বৃদ্ধি পেয়ে ৩ হাজার ৫৩৬ কোটি ডলারে দাঁড়িয়েছে। একই সঙ্গে দশমিক ৬ শতাংশ বেড়ে মোট আমদানির পরিমাণ দাঁড়িয়েছে ৩ হাজার ৫৬৫ কোটি ডলার। এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ