Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আইএস-বিরোধী অভিযানে তিন দেশের নৌবাহিনী

| প্রকাশের সময় : ৫ জুন, ২০১৭, ১২:০০ এএম

সিঙ্গাপুরে অনুষ্ঠিত নিরাপত্তা বিষয়ক সম্মেলনে এই ঘোষণা দেয় মালয়েশিয়া
ইনকিলাব ডেস্ক : মালয়েশিয়া, ফিলিপাইন ও ইন্দোনেশিয়া চলতি মাস থেকে ইসলামী স্টেট (আইএস) দমনের জন্য মিন্দানাও অঞ্চলের সমুদ্র এলাকায় যৌথ টহল অভিযান শুরু করবে। গত শনিবার মালয়েশিয়ার প্রতিরক্ষামন্ত্রী হিশামুদ্দিন হোসেইন সিঙ্গাপুরে অনুষ্ঠিত নিরাপত্তা বিষয়ক সম্মেলনে এই ঘোষণা দেন। গত দুই সপ্তাহ আগে ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের মারাই শহরে আইএস জঙ্গিরা হামলা চালায়। হিশামুদ্দিন বলেন, প্রথমে তিন দেশ সমুদ্র সীমা এলাকায় টহল অভিযান শুরু করবে ১৯ জুন থেকে। পরবর্তী সময়ে বিমান টহল অভিযান শুরু করা হবে। ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে আইএসের হামলার পর পরিস্থিতি মোকাবেলায় মারাই এলাকায় সামরিক আইন জারি করেছেন। নিরাপত্তা বিশ্লেষকগণ মনে করেন, আইএস দক্ষিণ-পূর্ব এশিয়ায় খেলাফত প্রতিষ্ঠার প্রচেষ্টার অংশ হিসেবে মিন্দানাওয়ে প্রদেশ প্রতিষ্ঠিত করতে চাচ্ছে। সিঙ্গাপুরে অনুষ্ঠিত বার্ষিক নিরাপত্তা সংক্রান্ত সাংগ্রী লা ডায়লগ সম্মেলনে হিশামুদ্দিন বলেন, তিনটি দেশ মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুর সাগরে জলদস্যুদের প্রতিরোধে ইতিমধ্যে মালাক্কা প্রণালীতে সফল যৌথ টহল প্রদান করছে। তিন দেশের কড়া সমুদ্র টহলের কারনে এই এলাকার সমুদ্রসীমায় জঙ্গিরা প্রবেশ করতে পারছে না। আইএইচএস জেনস টেররিজম এন্ড ইনসারজেন্সি সেন্টার (জেটিআইসি) এর সিনিয়র বিশ্লেষক ওটসো আইহু বলেন, মিন্দানাও হলো আইএস জঙ্গিদের প্রাথমিক টার্গেট এলাকা। যেখানে তারা মুক্তভাবে অভিযান পরিচালনা ও প্রশিক্ষণ ক্যাম্প গড়ে তুলতে পারছে। ইরাক ও সিরিয়া থেকে বিতাড়িত হয়ে আইএস জঙ্গিরা দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে স্থান করে নিতে চাচ্ছে বলে সম্মেলনে হিশামুদ্দিনসহ অন্য দেশের প্রতিরক্ষামন্ত্রীরা সতর্ক করেছেন। হিশামুদ্দিন বলেন, আগামীতে আমাদেরকে সেইসব জঙ্গিদের ফিরে আসার হুমকি মোকাবেলা করতে হবে যারা ইরাক ও সিরিয়ায় আইএসের সঙ্গে যুদ্ধ করছে। আর আইএস ওইসব অঞ্চলে তাদের দখল হারাচ্ছে। খবরে বলা হয়, গত দু’সপ্তাহ ধরে সংঘর্ষের কেন্দ্র ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের মারাউই শহর। এই দ্বীপে আইএস বিরোধী সেনা অভিযান জোরদার করেছে ফিলিপিন্স সরকার। শতাধিক জঙ্গির মৃত্যুর খবর এসেছে। মারা গেছে কয়েকজন সেনাকর্মী। কিন্তু মিন্দানাওকে সম্পূর্ণ আইএস মুক্ত করা সম্ভব হয়নি। এরই মাঝে ফিলিপাইনের রাজধানী ম্যানিলার এক ক্যাসিনোতে নাশকতার দায় নেয় আইএস। রয়টার্স,বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ