Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যুক্তরাষ্ট্রে বেকারত্ব ১৬ বছরের সর্বনিম্ন

| প্রকাশের সময় : ৫ জুন, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্রে কর্মসংস্থানের গতি শ্লথ হয়ে পড়েছে, গত তিন মাসে যা ছিল চোখে পড়ার মতো। এর পরও মে মাসে দেশটিতে বেকারত্বের হার ছিল মাত্র ৪ দশমিক ৩ শতাংশ, যা ১৬ বছরের মধ্যে সর্বনিম্ন। ওয়াল স্ট্রিটের বিনিয়োগকারীরা আশা করছেন, শ্রমবাজারের এ মিশ্রাবস্থার কারণে সুদহার বৃদ্ধি নিয়ে এবার ধীরে এগোবে ফেডারেল রিজার্ভ (ফেড)। তাদের প্রত্যাশার প্রভাবে গত শুক্রবারও রেকর্ড চাঙ্গা ছিল মার্কিন শেয়ারবাজার। প্রকাশিত মার্কিন শ্রম মন্ত্রণালয়ের প্রতিবেদনে দেখা গেছে, গত মাসে যুক্তরাষ্ট্রে ১ লাখ ৩৪ হাজার নতুন কর্মসংস্থান হয়েছে। বিশ্লেষকদের প্রত্যাশার তুলনায় কম নিয়োগ হয়েছে এ সময়। শুধু এটিই নয়, তিন মাসের গড় হিসাব করলে দেখা যায়, নিয়োগের গতি শ্লথ হয়ে ১ লাখ ২১ হাজারে পৌঁছেছে। এছাড়া এপ্রিল ও মার্চের তুলনায় মে মাসে ৬৬ হাজার কম নিয়োগ হয়েছে। কিন্তু এর পরও সার্বিকভাবে বেকারত্বের হার কিছুটা কমে ৪ দশমিক ৩ শতাংশে দাঁড়িয়েছে।এএফপি,বøুমবার্গ, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ