Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এয়ারক্রাফট নির্মাণ করবে ভারত-রাশিয়া

| প্রকাশের সময় : ৫ জুন, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্কোন্নয়নে যৌথ উদ্যোগে এয়ারক্রাফট ও অটোমোবাইল নির্মাণে সম্মত হয়েছে রাশিয়া ও ভারত। সেন্ট পিটার্সবার্গে অনুষ্ঠিত আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামে যৌথ উদ্যোগ চুক্তিতে সম্মত হয়েছে দেশ দুটি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের পর গত বৃহস্পতিবার রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন বলেন, রাশিয়া-ভারত অর্থনৈতিক সহযোগিতা প্রবৃদ্ধির ধারায় ফিরে এসেছে। ইতিবাচক প্রবণতা ফিরিয়ে আনায় উভয় দেশেরই অবদান রয়েছে। সব সময় উষ্ণ ও বন্ধুত্বপূর্ণ পরিবেশে আমাদের আলোচনা হয়েছে। রুশ প্রেসিডেন্ট বলেন, সেন্ট পিটার্সবার্গে ঘোষিত চুক্তি ভবিষ্যতে রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা বৃদ্ধিতে সহায়তা করবে। বাণিজ্য বৃদ্ধিতে উত্সাহিত করা, বাণিজ্যের ধরন উন্নত করা ও শিল্প সহযোগিতা প্রসারিত করাই আমাদের প্রধান অগ্রাধিকারের বিষয়। তিনি আরো বলেন, ভারত ও রাশিয়া পরিবহন অবকাঠামো, নতুন প্রযুক্তি, ওষুধ, এয়ারক্রাফট ও অটোমোবাইল নির্মাণ, হীরা শিল্প ও কৃষিসহ ১৯টি প্রকল্পে যৌথ উদ্যোগে বিনিয়োগে সম্মত হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। পুতিন বলেন, সর্বাধুনিক রুশ সামরিক সরঞ্জাম সরাসরি ভারতে সরবরাহ করতে সহায়তা করবে এ সহযোগিতা। রাশিয়ার সহযোগিতায় ভারতে উচ্চক্ষমতাসম্পন্ন সামরিক সরঞ্জাম নির্মাণ করা হবে। পিটিআই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ