পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টাফ রিপোর্টার : কক্সবাজারের আলোচিত সংসদ সদস্য আবদুর রহমান বদির ওপর ক্ষোভ প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আবদুর রহমান বদিকে উদ্দেশ করে তিনি বলেছেন, তোমাকে আগামীতে আর মনোনয়ন দেব না।
গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে টেকনাফের সাবরাং থেকে শাহপরীর দ্বীপের মাঝামাঝি সড়ক দিয়ে যাওয়ার সময় সড়ক ও সেতুমন্ত্রী একথা বলেন।
গতকাল টেকনাফ-শাহপরীর দ্বীপ সড়ক দিয়ে ঘূর্ণিঝড় মোরায় ক্ষতিগ্রস্ত এলাকায় যাওয়ার সময় সড়কমন্ত্রী বলেন, দুই দুইবার এমপি হইলা। কিন্তু এটুকু সামান্য ক্ষতিগ্রস্ত সড়ক ঠিক করতে পারলা না। জনগণের এই ভোগান্তির জন্য তোমার শিক্ষা পাওয়া উচিত। তোমাকে আগামীবার নমিনেশন দেয়া হবে না।
২০০৮ সালে প্রথমবারের মত আওয়ামী লীগ টিকেটে এমপি হন বদি। এরপর ইয়াবা পাচারের হোতা হিসেবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তালিকায় তার নাম এলেও তাতে ২০১৪ সালে তার দ্বিতীয় দফা আওয়ামী লীগের মনোনয়ন পার বদি। দুর্নীতির মামলায় গতবছর ক্ষমতাসীন দলের এই এমপিকে তিন বছরের কারাদন্ড দেয় ঢাকার একটি আদালত। ওই মামলা বর্তমানে হাই কোর্টে বিচারাধীন।
বদির নির্বাচনী এলাকায় টেকনাফ-শাহপরীর দ্বীপ সড়ক চলাচলের অনুপযোগী হয়ে আছে দীর্ঘদিন ধরে। ওই রাস্তা দিয়ে হেঁটে ওবায়দুল কাদের ঘূর্ণিঝড় মোরায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশ নেন। তার নেতৃত্বে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের একটি দল বৃহস্পতিবার বিকালে কক্সবাজারে যান। শুক্রবার তারা চারটি দলে বিভক্ত হয়ে বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকায় যান।
ওবায়দুল কাদেরের সঙ্গে ছিলেন কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য ইউসুফ হোসেন হুমায়ুন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক ও আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক এ কেএম এনামুল হক শামীম, কেন্দ্রীয় নেতা বীর বাহাদুর ও আখতারুজ্জামান এবং দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ। তারা কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সমিতি পাড়ায় ক্ষতিগ্রস্ত এলাকা এবং ত্রাণ বিতরণ কার্যক্রম পরিদর্শন করেন। সেখানে এক সমাবেশে ওবায়দুল কাদের ক্ষতিগ্রস্তদের উদ্দেশে বলেন, আমরা এখানে ফুল নিতে আসিনি। ফটোসেশন করতেও আসিনি। আমরা এসেছি মানুষের বিপদে আর কষ্টে পাশে দাঁড়ানোর জন্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গরীবের আপনজন। তার নির্দেশেই আপনাদের পাশে দাঁড়াতে এসেছি।
ঘুর্ণিঝড় মোরার সময় গত মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদেশ সফরে থাকার কথা উল্লেখ করে সড়কমন্ত্রী বলেন, তিনি বিদেশে গেছেন; কিন্তু তার মন পড়েছিল দেশের দুর্গত মানুষদের প্রতি। তার মন ছিল টেকনাফ, সেন্টমার্টিন, মহেশখালী, কুতুবদিয়াসহ কক্সবাজারের উপকূলীয় এলাকার দুর্গত মানুষদের প্রতি। ক্ষতিগ্রস্ত একজন মানুষও যেন দুর্যোগের কারণে কষ্ট না পায়- সেই নির্দেশনা প্রধানমন্ত্রী দিয়েছেন বলে সমাবেশে জানান কাদের।
সমাবেশের পর আওয়ামী লীগ নেতারা চারটি দলে ভাগ হয়ে ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ বিতরণ করতে যান। জেলা আওয়ামী লীগ সভাপতি সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, সংসদ সদস্য আব্দুর রহমান বদি, আশেক উল্লাহ রফিক ও সাইমুম সরওয়ার কমলসহ অন্য নেতারাও তাদের সঙ্গে ছিলেন। সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফের নেতৃত্বে একটি দল টেকনাফে, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানকের নেতৃত্বে একটি দল কুতুবদিয়া ও মহেশখালীতে, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমানের নেতৃত্বে একটি দল চকরিয়া, পেকুয়া ও চট্টগ্রামের বাঁশখালীসহ আশপাশের ক্ষতিগ্রস্ত এলাকায় এবং আখতারুজ্জামান ও বীর বাহাদুরের নেতৃত্বে আরেকটি দল বান্দরবানে ক্ষতিগ্রস্ত এলাকায় যায়।
এলাকাবাসী জানান, কক্সবাজারের টেকনাফ থেকে শাহপরীর দ্বীপ যেতে ভোগান্তির শেষ নেই। তারা গত ১০ বছর ধরে বেড়িবাঁধ আর সড়ক ভাঙার কবলে রয়েছেন। আর ওই জনপদের মানুষের ভোগান্তি উপলব্ধি করে আবদুর রহমান বদি এমপির ওপর ক্ষুব্ধ হয়ে উঠেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।