Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পঁচাত্তরে কোথায় ছিল মানবাধিকার- প্রশ্ন খালিদ মাহমুদের

| প্রকাশের সময় : ৪ জুন, ২০১৭, ১২:০০ এএম


স্টাফ রিপোর্টার : আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই দেশে আইনের শাসন আছে- দাবি করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেন, আজকে যারা মানবাধিকারের কথা বলে, আইনের শাসনের কথা বলে- পঁচাত্তরের কালরাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানসহ তার পরিবারকে যারা নির্মমভাবে হত্যা করেছিল সেই দিন মানবাধিকার কোথায় ছিল। পৃথিবীর ইতিহাসে এরচেয়ে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা দ্বিতীয়টি নেই। সেদিন আট বছরের শিশু রাসেল থেকে শুরু করে গর্ভবতী মা- কেউই রেহাই পায়নি ঘাতকদের হাত থেকে।
গতকাল শনিবার সকালে দিনাজপুর জেলার সেতাবগঞ্জে শেখ রাসেল উপজেলা মিনি স্টেডিয়ামের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দেশে আইনের শাসন নেই-সুশীল সমাজের প্রতিনিধিদের এমন সমালোচনার জবাবে খালিদ আরো বলেন, শিশু শেখ রাসেল আর গর্ভবতী আরজু মনিকে যখন বেয়নেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করা হয়েছিল-আজকে যারা মানবাধিকের কথা বলে তারা সেদিন তারা কেন মানবাধিকার লঙ্ঘনের কথা বলেনি। যুদ্ধাপরাধী আর বঙ্গবন্ধুসহ তার পরিবারকে যারা হত্যা করেছিল আজকে তাদের বিচার করে আওয়ামী লীগ সরকারই দেশে আইনের শাসন সুপ্রতিষ্ঠিত করেছে।
খালিদ মাহমুদ বলেন, আইনের শাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জিয়া-এরশাদ-খালেদা বঙ্গবন্ধু হত্যাকারী ও একাত্তরের যুদ্ধাপরাধীদের পুনর্বাসন করছে। আজকে আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইনের শাসন প্রতিষ্ঠায় প্রতিজ্ঞবদ্ধ। শেখ রাসেলের নিস্পাপ রক্তের ধারায় দেশের কোটি শিশু সুন্দর সমৃদ্ধ বাংলা পাক এ প্রত্যয় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার।
সেতাবগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার শীলাব্রত কর্মকারের সভাপতিত্বে এ সময় আর উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নুরুল আনোয়ার চৌধুরী, সেতাবগঞ্জ পৌর মেয়র আব্দুর সবুর প্রমুখ। এর পর বিকালে বিরল উপজেলায় সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল  দরিদ্র  মেধারী ছাত্রছাত্রী ও অসহায়  দুস্থ মানুষের মাঝে অনুদান বিতরণ করেন।
###



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খালিদ মাহমুদ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ