Inqilab Logo

বৃহস্পতিবার, ০৪ জুলাই ২০২৪, ২০ আষাঢ় ১৪৩১, ২৭ যিলহজ ১৪৪৫ হিজরী

পিডিবি চেয়ারম্যানের পদ নিয়ে রুল

প্রকাশের সময় : ৭ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মঈন উদ্দিনের পদে থাকা কেন অবৈধ নয় তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। গতকাল রোববার রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি রাজিক-আল-জলিলের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। আগামী চার সপ্তাহের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সচিব ও বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মঈন উদ্দিনসহ মোট পাঁচজনকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মতিলাল বেপারী। আদেশের পর মতিলাল বেপারী সাংবাদিকদের বলেন, প্রেষণে তিন বছরের অধিক এই প্রতিষ্ঠানে চাকরি করার কোনো বিধান নেই। যা নজির স্টাবলিস্ট মেনুয়াল ভলিউম-১(১) স্পষ্টভাবে উল্লেখ আছে। চেয়ারম্যান মঈন উদ্দিন চার বছর চাকরি করার পর অবসরে না গিয়ে পুনরায় তাকে একই পদে নিয়োগ পাওয়া অবৈধ। মামলা নথি সূত্রে জানা যায়, গত ১৮ জানুয়ারি পল্লী বিদ্যুতের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি নিয়ে প্রকাশিত বিভিন্ন দৈনিকের প্রকাশিত প্রতিবেদনের কপি যুক্ত করে রিট আবেদন করা হয়। এতে বলা হয়, ব্রিগেডিয়ার জেনারেল মঈন উদ্দিনকে ২০১১ সালের ২৪ অক্টোবর পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান পদে প্রেষণে নিয়োগ দেয়া হয়। সেখানে চার বছর চেয়ারম্যান পদে থাকাকালীন তিনি মেজর জেনারেল পদমর্যাদায় উন্নীত হন। গত ২ ডিসেম্বর চেয়ারম্যান পদে তাকে পুনঃনিয়োগ দেয়া হয়। চেয়ারম্যান মঈন উদ্দিন চার বছর চাকরি করার পর অবসরে না গিয়ে পুনরায় তাকে একই পদে নিয়োগ পাওয়া অবৈধ। চার বছর অতিক্রান্ত হবার পর তাকে একই পদে নিয়োগ দেয়ায় আইনের ব্যত্যয় ঘটেছে। গতকাল রিটের শুনানি শেষে আদালত এ রুল জারি করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পিডিবি চেয়ারম্যানের পদ নিয়ে রুল
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ