Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিরোপা লড়াইয়ে দোলেশ্বরও

| প্রকাশের সময় : ৪ জুন, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ৯৭ রানের বিশাল জয়ে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের শিরোপার আশা টিকিয়ে রেখেছে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব।
পয়েন্ট তালিকার দুইয়ে থাকা আবাহনীর সমান ২২ পয়েন্ট এখন দোলেশ্বরেরও। তবে নেট রান রেটে এগিয়ে আবাহনী-ই। সমান ১৫ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে গাজী গ্রæপ ক্রিকেটার্স। আগামীকাল লিগের শেষ রাউন্ডের ম্যাচে দোলেশ্বরকে হারাতে পারলেই শিরোপা নিশ্চিত হবে গাজী গ্রæপের। শেখ জামালের বিপক্ষে আবাহনীর জয় তাতে কোন প্রভাব ফেলবে না।
দোলেশ্বরের কাছে গাজীর হার এবং আবাহনী জিতলে তিন দলের পয়ন্টই হবে সমান ২৪। সেক্ষেত্রে মুখোমুখী লড়াইয়ে এগিয়ে থাকায় শিরোপা উঠবে দোলেশ্বরের হাতে। আবার, গাজী ও আবাহনী দুই দলই হারলে চলে আসবে নেট রান রেটের হিসাব। কারণ মুখোুখি লড়াইয়ে গাজী ও দোলেরম্বরের জয় একটি করে। এক্ষেত্রেও লড়াইটা বেশ জমজমাট। গাজীর নেট রান রেট ০.৬৮৭, দোলেশ্বরের ০.৫৩২। দোলেশ্বর জিতলে নিশ্চয় এর সাথে বাড়তি পয়েন্ট যোগ হবে। শেষ ম্যাচে একটি জয়-ই তাই শিরোপার জন্য যথেষ্ঠ হতে পারে দোলেশ্বরের।

সংক্ষিপ্ত স্কোর
প্রাইম দোলেশ্বর : ৫০ ওভারে ২৬৪/৬ (শাহরিয়ার ৭০, ইমতিয়াজ ৪৮, মার্শাল ৫০, ভাটিয়া ৩৭, ফরহাদ ২০; সাজেদুল ২/৩৫, রাব্বি ১/৪৫, বিপুল ১/৩৫, জুবায়ের ১/২০)।
মোহামেডান : ৩৪.৫ ওভারে ১৬৭ (শামসুর ২৬, বিপুল ৪৮, সাজেদুল ৩১; ফরহাদ ২/৩২, দেলোয়ার ২/২৩, শরিফউল্লাহ ৩/৩২, ফেরদৌস ২/২১)।
ফল : প্রাইম ব্যাংক ৯৭ রানে জয়ী।
ম্যাচসেরা : শাহরিয়ার নাফীস



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ