Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাংলালিংক টাওয়ারের প্রহরী খুন

প্রকাশের সময় : ৭ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

কেরানীগঞ্জ (ঢাকা) উপজেলা সংবাদদাতা : ঢাকার কেরানীগঞ্জে সিরাজনগর এলাকা থেকে গতকাল রোববার সকালে মো. জুয়েল মিয়া নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সে কলাতিয়া বাজারের বাংলালিংক টাওয়ারের প্রহরি হিসেবে কর্মরত ছিলেন। তার লাশের ময়না তদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। কলাতিয়া ফাঁিড়র ইনচার্জ মনিরুজ্জামান বলেন, তারানগর ইউনিয়নের সিরাজনগরের ব্র্যাক ব্যাংক সংলগ্ন রাস্তার পাশে এক যুবকের লাশ পরে থাকে। স্থানীয়রা পুলিশকে খবর দিলে তার লাশ উদ্ধার করা হয়। লাশের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। তার পুরুষাঙ্গ কেটে দুর্বৃত্তরা লাশের পরনে থাকা জামার পকেটে রেখে দেয়া ছিল। ধারনা করা হচ্ছে কোন মেয়ে সংক্রান্ত বিষয়ে যুবককে হত্যার পর লাশ রাস্তার পাশে রেখে দেয়। তার গ্রামের বাড়ি পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ থানার পশ্চিমসুবিধ খালী গ্রামে। সে কলাতিয়া চর আখছাইল গ্রামের তার শশুর আব্দুর রব মিয়ার বাড়িতে থাকতেন। এই ঘটনায় তার শশুর আব্দুর রব মিয়া বাদী হয়ে কেরানীগঞ্জ থানায় মামলা করেছেন। স্ত্রী আসমা বেগম বলেন, তার স্বামী সন্ধ্যা ৬ টায় বাসা থেকে বেড় হয়। রাত সাড়ে ৮ টায় সর্বশেষ তার স্বামীর সঙ্গে মোবাইল ফোনে কথা হয়। পরের দিন সকালে শুনতে পাই তার স্বামীর লাশ সিরাজনগর এলাকায় রাস্তার পাশে পরে আছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাংলালিংক টাওয়ারের প্রহরী খুন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ