Inqilab Logo

সোমবার, ২০ মে ২০২৪, ০৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ন্যুরেমবার্গ স্টেডিয়ামের কনসার্ট সন্ত্রাসী হামলার হুমকিতে বাতিল

| প্রকাশের সময় : ৪ জুন, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : সম্ভাব্য সন্ত্রাসী হামলার হুমকির কারণে পুলিশের পরামর্শ মেনে পশ্চিম জার্মানিতে জনপ্রিয় ফেস্টিভ্যাল রক অ্যাম রিংয়ের কার্যক্রম আপাতত বন্ধ ঘোষণা করেছেন আয়োজকরা। উপস্থিত জনতাকে আয়োজনস্থল ত্যাগের অনুরোধ জানানো হয়েছে। ব্রিটেনের ম্যানচেস্টারে কনসার্টে হামলার পরিপ্রেক্ষিতে অনাকাক্সিক্ষত ঘটনা এড়াতে এমন উদ্যোগ নিয়েছে জার্মান প্রশাসন। স্থানীয় সময় গত শুক্রবার ন্যুরেমবার্গ স্টেডিয়ামে শুরু হওয়ার কথা ছিল বার্ষিক রক অ্যাম রিংয়ের ৩০তম আয়োজন। ৩ দিনের এ আয়োজনে প্রায় ৮৫ হাজার দর্শকের উপস্থিতি আশা করা হয়েছিল। জড়ো হয়েছিলেন হাজার খানেক মানুষ। গান গাওয়ার কথা ছিল জনপ্রিয় জার্মান ব্যান্ড রামস্টেইনের। আয়োজন শুরুর প্রাক্কালে উপস্থিত দর্শকদের ‘শান্ত ও সুশৃঙ্খলভাবে’ চলে যেতে অনুরোধ করা হয়। বলা হয়, সম্ভাব্য সন্ত্রাসী হামলার হুমকির কারণে পুলিশের পক্ষ থেকে এ আয়োজন বন্ধ করার পরামর্শ দেয়া হয়েছে। এসময় অসন্তোষ দেখা দেয় দর্শকদের মধ্যে। অনেকেই প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেন। অনেকে ক্ষোভ জানান সামাজিক যোগাযোগ মাধ্যমে। পাশের শহর কোবলেনজের পুলিশ এক বিবৃতিতে জানায়, সম্ভাব্য সন্ত্রাসী হামলার হুমকি পাওয়ায় কনসার্ট বাতিল করা হয়েছে। তবে কে বা কারা এ হুমকি দিয়েছে সে বিষয়ে কিছু জানানো হয়নি। গত বছরের আয়োজনও নির্বিঘœ হয়নি। ঝড়ের কারণে মঞ্চের অংশ ও লাইট ভেঙ্গে পড়ায় আহত হন অন্তত ৩০ জন। তাই এবার যেকোন অনাকাক্সিক্ষত ঘটনা এড়াতে আয়োজন বাতিল করা হয়েছে। প্রসঙ্গত, গত ২২ মে রাতে ব্রিটেনের ম্যানচেস্টার অ্যারেনায় মার্কিন পপ তারকা আরিয়ানা গ্রান্ডের কনসার্ট শেষে দর্শকদের বেরিয়ে আসার সময় আত্মঘাতী সন্ত্রাসী হামলা চালানো হয়। হামলায় মারা যান শিশুসহ ২২ জন। আহত হন আরো অন্তত ৫৯ জন। সন্দেহভাজন হামলাকারী হিসেবে চিহ্নিত করা হয় ২২ বছর বয়সী লিবীয় বংশোদ্ভূত ব্রিটিশ তরুণ সালমান আবেদিকে। বিবিসি, দ্য টেলিগ্রাফ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ