মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : ফিলিপিন্সের রাজধানী ম্যানিলার ক্যাসিনোতে হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)। গত শুক্রবার আইএস সংশ্লিষ্ট বার্তা সংস্থা আমাক এ দাবি করেছে। তবে পুলিশ এখনও এটি জঙ্গি হামলা বলতে অস্বীকৃতি জানিয়েছে। আমাক এর দাবি তাৎক্ষণিকভাবে প্রত্যাখ্যান করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হারমোজিনস এসপ্যারন। তিনি বলছেন, সব আলামতই ক্যাসিনোয় ডাকাতির চেষ্টার দিকেই ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন তারা। আইএস এর হামলা চালানোর দাবিকে শ্রেফ প্রচার বলে উড়িয়ে দেন তিনি। স্থানীয় পুলিশের বরাত দিয়ে বিবিসি জানায়, বৃহস্পতিবার মধ্যরাতে রিসোর্ট ওয়ার্ল্ড ম্যানিলা নামের ওই ক্যাসিনোতে ঢুকে এক বন্দুকধারী প্রথমে সারি বেঁধে রাখা টিভি মনিটরে গুলি চালায়। পরে নিজের গায়ে আগুন ধরিয়ে আত্মঘাতী হয়। ওই ঘটনায় তাৎক্ষণিকভাবে রিসোর্টের প্রবেশপথগুলো বন্ধ করে দেওয়া হয় এবং কর্তৃপক্ষ প্রাথমিকভাবে অন্য কারও হতাহত না হওয়ার খবর দেয়। কিন্তু সকালে ক্যাসিনো কমপ্লেক্সের ভেতর থেকে ৩৬ জনের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে কর্তৃপক্ষ। ওই ক্যাসিনো থেকে অর্ধশতাধিক মানুষকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানায়, ওই ব্যক্তি ক্যাসিনোতে ঢুকে অ্যাসল্ট রাইফেল দিয়ে টিভি মনিটরের দিকে গুলি চালাতে শুরু করলে লোকজন আতঙ্কে ছুটোছুটি শুরু করে। বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।