Inqilab Logo

মঙ্গলবার, ০২ জুলাই ২০২৪, ১৮ আষাঢ় ১৪৩১, ২৫ যিলহজ ১৪৪৫ হিজরী

নব্য নাৎসিবাদী স্পেন্সারকে চান ট্রাম্প

| প্রকাশের সময় : ৪ জুন, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : নৌবাহিনীর বেসামরিক শীর্ষপদে রিচার্ড স্পেন্সারের নাম প্রস্তাব করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত শুক্রবার হোয়াইট হাউসের বরাত দিয়ে এ খবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম পলিটিকো। রাজনৈতিক মতাদর্শের প্রশ্নে স্পোসার একজন নব্য নাৎসিবাদী। সিনেটে ট্রাম্পের প্রস্তাব অনুমোদন পেলেই কেবল তার নিয়োগ নিশ্চিত হবে। ওই পদের জন্য স্পেন্সার ট্রাম্পের দ্বিতীয় পছন্দ। তালিকায় প্রথম স্থানে ছিলেন ফিলিপ বিল্ডেন। তবে তিনি নিজের আর্থিক সংস্থা নিয়ে সমস্যায় থাকায় তার নাম সরিয়ে নেওয়া হয়। বর্তমানে ফল ক্রিক ম্যানেজমেন্টে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কাজ করছেন স্পেন্সার। এর আগে তিনি মেরিন কর্পসে কর্মকর্তার দায়িত্ব পালন করেছেন। ডিফেন্স বিজনেস বোর্ডে ভাইস প্রেসিডেন্ট পদেও কাজ করেছেন তিনি। গত ১৯ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের জয়ের পর ‘নাৎসি স্যালুট’ দিয়ে তা উদযাপন করেন যুক্তরাষ্ট্রের শ্বেতাঙ্গ আধিপত্যকামী ‘অল রাইট’ গ্রুপ। নব্য নাৎসীবাদী এ গ্রুপটি শ্বেতাঙ্গ আধিপত্য ছাড়াও ইসলামোফোবিয়া এবং নারী বিদ্বেষী মতবাদ ধারণ করে। ওই সময়ে প্রকাশিত এক ভিডিও ফুটেজে দেখা যায়, অল রাইট মুভমেন্টের নেতা রিচার্ড স্পেন্সার এক সম্মেলনে বলছেন, ‘আমেরিকা শুধুই শ্বেতাঙ্গদের জন্য।’ এ সময় তিনি শ্বেতাঙ্গদের ‘সূর্যসন্তান’ বলে আখ্যায়িত করেন। পলিটিকো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ