মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : অস্তিত্ব সংকট নিয়ে ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) সতর্ক করেছেন বিশিষ্ট ধনকুবের জর্জ সরোস। প্রজেক্ট সিন্ডিকেটে প্রকাশিত এক আর্টিকেলে তিনি এ কথা বলেন। সেসঙ্গে ব্রেক্সিট আলোচনা চালাকালীন জোটকে অত্যাবশীয় সংস্কার থেকে সরে না আসার আহŸান জানান তিনি। সরোসের মতে, বর্তমানে ইউরোপের আমূল পরিবর্তন সাধন করা প্রয়োজন। তিনি জানান, ব্রিটেনের সঙ্গে দীর্ঘস্থায়ী ব্রেক্সিট আলোচনা চলমান অস্তিত্ব সংকট থেকে জোটের মনোযোগ অন্যদিকে সরিয়ে নেবে। তিনি আরো বলেন, লিসবন চুক্তির ৫০ ধারা অনুযায়ী নির্ধারিত দুই বছরের মধ্যে ব্রেক্সিট আলোচনা সম্পন্ন হওয়ার কোনো সম্ভাবনা নেই। ব্রেক্সিট আলোচনা সম্পন্ন হতে পাঁচ বছর সময় লাগতে পারে বলে মনে করেন তিনি। তবে যত সময়ই লাগুক না কেন ব্রাসেলসকে গঠনমূলক মনোভাব নিয়ে আলোচনা শুরুর আহŸান জানান সরোস। তিনি বলেন, ব্রেক্সিট আলোচনা চালিয়ে যাওয়ার পাশাপাশি জোটভুক্ত দেশের জনগণ, বিশেষত তরুণ প্রজন্মের কাছে ইইউর আরো একবার নিজেকে আকর্ষণীয় করে তোলা উচিত। বর্তমানে ইইউ এমন একটি সংগঠনে পরিণত হয়েছে, যার মূলে ইউরো অঞ্চলভুক্ত দেশগুলো থাকলেও অন্য সদস্য রাষ্ট্রগুলো তুলনামূলক অধীনস্থ অবস্থানে রয়েছে। বিভিন্ন ক্ষেত্রে সদস্য দেশগুলোর গণতান্ত্রিক স্বাধীনতা নিশ্চিত করতে ‘বহুগতি’ চেয়ে ‘বহুমুখী’ ইউরোপ অধিক কাম্য বলে মনে করেন সরোস। তিনি জানান, বহুমুখী ইউরোপ সুদূরপ্রসারী লাভজনক প্রভাব বিস্তার করবে। কারণ সদস্য রাষ্ট্রগুলো জোটের প্রতি সর্বাত্মক আনুগত্য প্রকাশের চেয়ে নিজেদের সার্বভৌমত্ব পুনঃপ্রতিষ্ঠায় অধিক আগ্রহী হয়ে উঠছে। এদিকে ইইউ নানা সমস্যায় জর্জরিত থাকলেও স¤প্রতি ফ্রান্সের প্রেসিডেন্সিয়াল নির্বাচনে ইইউপন্থী ইমানুয়েল মাখোঁর জয়লাভে জোটের সংকট কাটিয়ে ওঠার বিষয়ে আশাবাদী হয়ে উঠেছেন সরোস। অস্তিত্ব সংকট কাটাতে ইইউকে তিনটি ক্ষেত্রে দ্রæত পদক্ষেপ গ্রহণ করার আহŸান জানান তিনি। তিনি জানান, অঞ্চলভিত্তিক বিভেদ, শরণার্থী সংকট ও অপর্যাপ্ত অর্থনৈতিক প্রবৃদ্ধি বিষয়ে পদক্ষেপ গ্রহণ করলে জোটের অস্তিত্ব সংকট কাটিয়ে ওঠা সম্ভব হবে। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।