Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মন্দা কাটিয়ে ওঠার দাবি ব্রাজিলের

| প্রকাশের সময় : ৪ জুন, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : চলতি বছরের প্রথম প্রান্তিকে মন্দা অবস্থা থেকে বেরিয়ে এসেছে ব্রাজিল। দেশটির সরকারি কর্মকর্তারা এ তথ্য জানান। ব্রাজিলের পরিসংখ্যান অফিস গত বৃহস্পতিবার জানায়, কৃষি শিল্পের উন্নয়নের ফলে প্রথম প্রান্তিকে দেশটির অর্থনীতি ১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এর মধ্য দিয়ে দেশটির ধারাবাহিকভাবে আট প্রান্তিকের সংকোচনের অবসান ঘটল। লাতিন আমেরিকার বৃহত্তম অর্থনীতির দেশটিতে বর্তমানে রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে। স¤প্রতি ব্রাজিলের প্রেসিডেন্ট মিশেল তেমারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। দুর্নীতির অভিযোগ ওঠার পর প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করছে ব্রাজিলের জনগণ। এরই মধ্যে অর্থনীতির এ ইতিবাচক অবস্থান দুর্নীতি কেলেঙ্কারি থেকে বাঁচতে প্রেসিডেন্টকে সহায়তা করবে বলে ধারণা করা হচ্ছে। তবে রাজনৈতিক অস্থিরতার কারণে অর্থনৈতিক পুনরুদ্ধারের বিষয়টি এখনো হুমকিতে রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আইবিজিই পরিসংখ্যান বুর্যোর উপাত্ত অনুসারে, চলতি বছরের প্রথম প্রান্তিকে গত বছরের একই সময়ের তুলনায় ব্রাজিলের মোট দেশজ উত্পাদন (জিডিপি) দশমিক ৪ শতাংশ কমেছে। ২০১৫ ও ২০১৬ সালে ব্রাজিলের সামগ্রিক অর্থনীতি সংকুচিত হয়েছিল যথাক্রমে ৩ দশমিক ৮ শতাংশ ও ৩ দশমিক ৬ শতাংশ। সে কারণে দেশটির অর্থনীতি ঘুড়ে দাঁড়াতে এখনো অনেক সময় সময় লাগবে বলে ধারণা করা হচ্ছে। কিন্তু প্রেসিডেন্ট তেমারের দাবি, মন্দা কাটিয়ে উঠেছে ব্রাজিল। তিনি বলেন, আমরা উন্নতি করছি। ব্রাজিলের অর্থমন্ত্রী হেনরিক মেরিলস এক বিবৃতিতে শতাব্দীর সবচেয়ে খারাপ মন্দা কাটিয়ে ওঠার দিনটিকে ‘ঐতিহাসিক’ হিসেবে উল্লেখ করেছেন। এ মন্দায় ব্রাজিলের লাখ লাখ মানুষ কাজ হারিয়েছে। অর্থমন্ত্রী বলেন, সম্পূর্ণ অর্থনৈতিক পুনরুদ্ধারের এখনো অনেক উপায় রয়েছে। আমরা সঠিক দিকেই অগ্রসর হচ্ছি। গবেষণা গ্রুপ ক্যাপিটাল ইকোনমিকসের বিশ্লেষক নীল শিয়েরিং বলেন, অবশেষে মন্দা কাটিয়ে উঠেছে ব্রাজিল।এএফ



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ