Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাক-চীন সীমান্তে এস-৪০০ মোতায়েন করবে ভারত

| প্রকাশের সময় : ৪ জুন, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ভারতকে অত্যাধুনিক দূরপাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ সরবরাহ করার প্রস্তুতি নিচ্ছে রাশিয়া। রুশ উপ প্রধানমন্ত্রী দিমিত্রি রোগোজিন এ কথা জানিয়েছেন। তিনি বলেন, ভারতকে পূর্ণাঙ্গ এস-৪০০ ব্যবস্থা সরবরাহ করার পদক্ষেপ নেয়া হচ্ছে। চড়া দামের এ ব্যবস্থা ভারতকে সরবরাহ করার লক্ষ্যে গত বছর এক হাজার কোটি ডলারের চুক্তি সই করে রাশিয়া। এ চুক্তির আওতায় ভারতের পুরনো হেলিকপ্টার বহরের স্থলাভিষিক্ত হবে রুশ কামোভ হেলিকপ্টার এবং ভারতের জন্য অত্যাধুনিক ফ্রিগেট বানানো হবে। নতুন প্রজন্মের এস-৪০০ দিয়ে তিন ধরণের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা সম্ভব। এগুলো হলো, ৪০০ কিলোমিটারের অতি-দূরপাল্লার, ২৫০ কিলোমিটারের দূরপাল্লার এবং ১২০ কিলোমিটারে মধ্যপাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। এ ব্যবস্থা নিয়ে মার্কিন অত্যাধুনিক যুদ্ধবিমান এফ-৩৫সহ সব ধরণের বিমান এবং ড্রোনের বিরুদ্ধে প্রতিরক্ষা গড়ে তোলা সম্ভব। এছাড়া, ৩০ কিলোমিটার থেকে শুরু করে ৫ কিলোমিটার উচ্চতায় আসা ৭২টি ক্ষেপণাস্ত্রকে প্রতিহত করা সম্ভব এস-৪০০ দিয়ে। চীন এবং পাকিস্তান সীমান্তে মোতায়েনের জন্য রাশিয়ার কাছ থেকে পাঁচটি এস-৪০০ ব্যবস্থা কেনার প্রত্যাশা করছে ভারত। ইনডিয়া টুডে, ওয়েবসাইট।



 

Show all comments
  • ibrahim islam Emon ৪ জুন, ২০১৭, ১০:১৮ এএম says : 0
    ভারত অস্ত্র কিনতে ই একদিন ফকির হইয়া যাবে কাউকে মারার সময় পাবেনা মদি ভারতকে ধংস করে দিবে
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ