Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দেশের কল্যাণেই সর্বোচ্চ বাজেট দিয়েছে আওয়ামী লীগ -খালিদ মাহমুদ

| প্রকাশের সময় : ৩ জুন, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : বাজেটকে দরিদ্রবান্ধব উল্লেখ করে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের কল্যাণেই আওয়ামী লীগ সরকার সর্বোচ্চ বাজেট পেশ করেছে। এ বাজেটের সুফল পাবে তৃণমূলের অসহায় মানুষ। এ বছর থেকে তৃণমূলে বিভিন্ন ভাতা ও স্বাস্থ্য সেবা বাড়বে। তিনি বলেন, সরকার নিত্যপণ্যের উপর কোন রকম ভ্যাট বা করারোপ করেনি।
গতকাল শুক্রবার সকালে দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে প্রায় দেড়শ’ নৃতাত্বিক শিক্ষার্থী ও ৫০জন অসহায় দরিদ্র মানুষের মাঝে ঐচ্ছিক তহবিলের টাকা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এদিন তিনি দরিদ্র শিক্ষার্থীদের হাতে পাঁচ লাখ টাকা তুলে দেন। পরে তিনি উপজেলা আওয়ামী লীগের আয়োজনে ইফতার মাহফিলে যোগ দেন।
বাজেটকে দরিদ্রবান্ধব উল্লেখ করে খালিদ বলেন, ভিজিডি সুবিধাভোগীরা জনপ্রতি মাসে ৩০ কেজি চালের পাশাপাশি পাবেন নগদ ২০০ টাকা। দেশের প্রবীণদের জন্য তৈরি হবে, ‘আমাদের বাড়ি’ নামে একটি নিরাপদ স্থান। যেখানে প্রবীণের সঙ্গে অনাথ শিশুদের সরকারি ভাবে রাখার ব্যবস্থা হবে। কৃষি ও কৃষিজাত, নিত্যপ্রয়োজনীয়, জীবন রক্ষাকারী ওষুধ ও পণ্য ভ্যাটের আওতামুক্ত থাকবে।
তিনি বলেন, মুক্তিযোদ্ধারা আগামী অর্থবছর থেকে দু’টি উৎসব ভাতা পাবেন। তারা ১০ হাজার টাকা করে দু’বার ২০ হাজার টাকা ভাতা পাবেন। বয়স্কভাতা জনপ্রতি ৫০০ টাকা থেকে ৬০০ টাকা করা হবে। আর এর উপকারভোগীর সংখ্যা ৩১ লাখ ৫০ হাজার থেকে বাড়িয়ে ৩৫ লাখ করা হচ্ছে। বিধবা ও স্বামী নিগৃহীত নারীরাও পাবেন ৬০০ টাকা। আর উপকারভোগীর সংখ্যা ১১ লাখ ৫০ হাজার থেকে ১২ লাখ ৬৫ হাজার করা হচ্ছে। অসচ্ছল প্রতিবন্ধীরা আগের চেয়ে ১০০ টাকা বেশি ৭০০ টাকা পাবেন।
এর পাশাপাশি মাতৃত্বকালীন ভাতা ,বিনা খরচে লেখাপড়া, বিনা পয়সায় বই, শিক্ষার্থীদের উপবৃত্তি, ভিজিএফ, ভিজিডি, দশ টাকা কেজির চাল সহ বিভিন্ন কর্মসূচি চলমান থাকবে।
অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান ফরহাদ হাসান চৌধুরী ইগলু, সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মোঃ আব্দুস সবুর, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আবু সৈয়দ হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আফসার আলীসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দেশ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ