Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বার্সেলোনাকে আবারা সেরা প্রমান করবেন ভালভার্দে

| প্রকাশের সময় : ৩ জুন, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : লা লিগা জায়ান্ট বার্সেলোনাকে আবারো শীর্ষ পর্যায়ের ফিরিয়ে আনার আশাবাদ ব্যক্ত করেছেন নতুন প্রধান কোচ আর্নেস্তো ভালভার্দে। সাবেক ক্লাব এ্যাথলেটিক বিলবাওয়ের সফল দায়িত্ব শেষে সম্প্রতী ক্যাম্প ন্যুতে তিনি লুইস এনরিকের স্থলাভিষিক্ত হন। গত শনিবার আলাভেসের বিপক্ষে কোপা ডেল রে’র ফাইনাল জয়ের মধ্য দিয়ে বার্সেলোনা অধ্যায় শেষ করেন এনরিকে।
এর আগে অবশ্য রিয়াল মাদ্রিদের কাছে হারাতে হয়েছে লা লিগার শিরোপা। গত নয় বছরে শীর্ষস্থানে থেকে ছয়টি মৌসুম শেষ করা বার্সেলোনা স্প্যানিশ জায়ান্ট হিসেবে সবসময়ই ফেবারিট। ২০১৭-১৮ মৌসুমেও নিজেদের গায়ে ফেবারিটের তকমা লাগিয়ে মাঠে নামবে ভালভার্দের শিষ্যরা। বার্সা টেলিভিশনে ভালভার্দে বলেছেন, ‘এখানে আসাটা সৌভাগ্যের। ক্লাব যে আমাকে বিবেচনা করেছে তাতে আমি গর্বিত। ক্যারিয়ারের নতুন একটি পর্যায়ে যেতে পেরে আমি দারুন উত্তেজনা অনুভব করছি। এটা আমার জন্য দারুন চ্যালেঞ্জিং। বার্সাকে আরো বেশী সাফল্যমন্ডিত করাই আমার মূল লক্ষ্য।’ -বাসস



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ