Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মেসির খেলা উপভোগ করেন রোনালদো

| প্রকাশের সময় : ৩ জুন, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : রিয়াল মাদ্রিদ তারকা ক্রিস্টিয়ানো রোনাল্ডো লিয়নেল মেসির প্রশংসা করে বলেছেন বার্সার তারকার খেলা তিনি বেশ উপভোগ করেন। গত নয় বছরে বিশ^ সেরা ফুটবলারের খেতাব ব্যালন ডি’অর বিশে^র সেরা এই দুই ফুটবলারই ভাগাভাগি করে নিয়েছেন। আর সে কারনেই প্রতি মৌসুমেই এই দুই তারকার মধ্যেই তুলনাটা সামনে চলে আসে। পর্তুগীজ উইঙ্গার রোনালদোর রিয়াল মাদ্রিদ আগামীকাল চ্যাম্পিয়নস লীগের ফাইনালে খেলবে জুভেন্টাসের বিপক্ষে। কার্ডিফের ফাইনালকে সামনে রেখে পুরো মাদ্রিদই এখন নিজেদের শিরোপা ধরে রাখতে প্রস্তুত। ফক্স স্পোর্টসকে রোনালদো বলেন, ‘আমি সব ভাল খেলোয়াড়েরই খেলা দেখতে পছন্দ করি। এদের মধ্যে মেসি অন্যতম। সে এমন একজন খেলোয়াড় যার খেলা আমি বেশ উপভোগ করি। সে সর্বকালের সেরা খেলোয়াড়েরই একজন।’
আরেকটি সফল মৌসুম কাটানো রোনালদো এবারও মাদ্রিদের হয়ে সব ধরনের প্রতিযাগিতায় ৪০টি গোল করেছেন। একইসাথে মাদ্রিদকে লা লিগা শিরোপা জয়ে সহযোগিতাও করেছেন। ৩২ বছর বয়সী রোনালদোর সাথে মেসির সম্পর্ক সবসময়ই ভাল, তবে সবসময়ের এই তুলনা মোটেই পছন্দ নয় তার। এ সম্পর্কে রোনালদো বলেন, ‘আমি যখনই মেসির সাথে থাকি সবসময়ই ভাল সম্পর্ক বজায় রাখি। এটা এমন নয় যে তার বাড়িতে যাই, খাওয়া দাওয়া করি। সে আমার বন্ধু নয়। কিন্তু আমি পেশাদার জীবনে তাকে আমার সঙ্গী মনে করি, প্রতিদ্ব›দ্বী নয়। কারন আমি তুলনা পছন্দ করিনা। এটা ফুটবলেরই একটি অংশ এবং আমাদের পেশাদার জীবনে এভাবেই থাকতে হবে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ