Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিশুটিকে যে কেহ জিম্মা বা দত্তক নিতে পারবেন

নবজাতকের চিকিৎসায় আদালতের নির্দেশ

| প্রকাশের সময় : ৩ জুন, ২০১৭, ১২:০০ এএম

মৌলভীবাজার জেলা সংবাদদাতা : অভিভাবকবিহীন নবজাতকের প্রকৃত অভিভাবক খুঁজে বের করা ও হাসপাতালের চিকিৎসককে সর্বোচ্চ যতœ সহকারে চিকিৎসা ব্যবস্থা নেয়া এবং সমাজসেবা কার্যালকে সার্বিক খোঁজ নেয়ার নির্দেশ দিয়েছেন মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের (শিশু আদালত) বিজ্ঞ বিচারক মোহাম্মদ রফিকুল ইসলাম। পাশাপাশি নবজাতকের প্রকৃত অভিভাবককে খুঁজে পেতে গণমাধ্যমে প্রচারেরও অনুরোধ জানান। আদালত আরো জানিয়েছেন যে কেউ শিশুটিকে দত্তক নিতে পারবেন। এজন্য আগ্রহীরা ৫ জুনের মধ্যে আদালতে আদালতে আবেদন করতে পারবেন এবং ঐ দিন শুনানী অনুষ্ঠিত হবে।ঘটনার বিবরণ ও মৌলভীবাজার মডেল থানা সূত্রে জানাযায়, গত ২৪ মে বুধবার সকাল ৯ টার দিকে মৌলভীবাজার সদর উপজেলার হিলালপুর এলাকার ফতেপুর ভিলা নামীয় একটি বাড়ির দেয়ালের ভেতর তীর মিয়া নামে এক ব্যাক্তি ঘাস কাটতে গেলে দেখতে পান একটি নবজাতক জীবিত ছেলে শিশু পড়ে রয়েছে। পরে পুলিশকে খবর দিলে মডেল থানার ওসি সুহেল আহমদ সহ একদল পুলিশ ঘটনা স্থলে ছুটে যান। পুলিশ জীতিব শিশুটিকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করে। এ বিষয়ে পুলিশ ২৪ মে মৌলভীবাজার মডেল থানায় (জিডি নং ১৩৫১) জিডি করে। এ ঘটনা তদন্তের জন্য দায়িত্ব দেয়া হয় এস আই শহীদুল ইসলামকে।
জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক ০১/০৬/১৭ তারিখের এক অদেশে আরো বলা হয় অত্র মামলার অভিভাবকবিহীন নবজাতক ছেলে শিশু বর্তমানে ২৫০ শয্যা বিশিষ্ট মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে। নবজাতক ছেলে শিশুটি দত্তক নেওয়ার জন্য ৪ জন আদালতে আবেদন করেছেন। তারা হলেন মোঃ আব্দুল হাদী, মোঃ  মনিরুজ্জামান, সুলতানা বেগম এবং রোমান আহমদ।
শিশুর জিম্মা বিষয়ে শুনানীর জন্য আগামী ০৫/০৬/২০১৭ তারিখ, সোমবার দিন ধার্য্য করা হইল। এছাড়া নিষ্পাপ এ শিশুটিকে কেহ জিম্মা বা দত্তক নিতে চাইলে নিন্মের শর্ত সাপেক্ষে ০৫/০৬/২০১৭ তারিখের মধ্যে আদালতে আবেদন করতে পাবেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জিম্মা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ